এখন পড়ছেন
হোম > জাতীয় > নারদ তদন্ত ক্রমশ জটিল হচ্ছে, জট ছাড়াতে বড়সড় পদক্ষেপ সিবিআইয়ের

নারদ তদন্ত ক্রমশ জটিল হচ্ছে, জট ছাড়াতে বড়সড় পদক্ষেপ সিবিআইয়ের


নারদা কান্ডে তদন্তে উঠে এলো নয়া গাফিলতি । জানা যাচ্ছে ম্যাথিউ স্যামুয়েল গোটা স্টিং অপারেশন যে আই ফোনে শুট করেছিলেন সেই ফোনের আইএমইআই নম্বরের সঙ্গে আদালতে ম্যাথিউয়ের দেওয়া ফোনের আএমইআই মিলছেনা। এদিন সিবিআইয়ের শীর্ষ আধিকারিকদের কাছে এই গোপণ স্বীকারোক্তি দিলেন নারদ মামলার তদন্তকারী অফিসার। এর ফলে স্বাভাবিক ভাবেই গোটা মামলার ভবিষ্যত অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই সময়ে নারদ তদন্তের কাজ অব্যাহত রাখতে বৈঠক করলেন সিবিআইয়ের শীর্ষ কর্তারা। উল্লেখ্য চলতি মাসের ১৭ তারিখে তদন্তের বর্তমান স্থিতি , তদন্ত থেমে থাকার কারণ , সেইসব বিষয়ে বিশদে রিপোর্ট দিয়েছিলেন নারদের তদন্তকারী অফিসার। সেই রিপোর্টেই উল্লেখ করা হয়েছিল মোবাইল বদল থেকে শুরু করে ভিডিয়ো নিয়ে জটিলতার কথা। বলা হয়েছিল তদন্ত করতে গিয়ে কী ভাবে তিনি বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। সেই রিপোর্টেই উল্লেখ করা হয়েছিল মোবাইল বদল থেকে শুরু করে ভিডিয়ো নিয়ে জটিলতার কথা। বলা হয়েছিল তদন্ত করতে গিয়ে কী ভাবে তিনি বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। এই চিঠি দিল্লীতে সদর দফতরে পৌঁছতেই তদন্তকারী অফিসারকে সেখানে ডেকে পাঠানো হয়। এদিকে সিবিআই সূত্রের খবর, নারদের এই বেহাল দশা দেখে নয়াদিল্লি থেকে তদন্তে তিনজন ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার অফিসারকে কলকাতায় নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সেই নতুন অফিসাররা কাজে যোগ দেবেন । শুধু নতুন অফিসার নিয়োগই নয় শীর্ষ আধিকারিকরা বর্তমানে তদন্তকারী অফিসারদের ওপরেও আস্থা হারাচ্ছেন বলে জানা যাচ্ছে। নতুন অফিসারদের নিয়োগের মাধ্যমে বর্তমান তদন্তকারী অফিসারকে তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে এক শীর্ষ সিবিআই আধিকারিকের থেকে এমন আভাস ও পাওয়া গেলো ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!