এখন পড়ছেন
হোম > জাতীয় > নারদ তদন্তে নতুন মোড় – এ বছরেই তদন্ত শেষ করতে সিবিআইয়ের বিশেষ পদক্ষেপ

নারদ তদন্তে নতুন মোড় – এ বছরেই তদন্ত শেষ করতে সিবিআইয়ের বিশেষ পদক্ষেপ

অভিযোগ ছিল নারদ তদন্ত নিয়ে অনাবশ্যক দেরি করা হচ্ছে। এবার নয়া মোড় নিলো নারদা তদন্ত। সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার ব্যক্তিগত অপছন্দের জেরে বদলি করা হল এই তদন্তের ভারপ্রাপ্ত অফিসার অভয় সিংকে। নারদ তদন্তে অভয় সিংহের স্থলাভিষিক্ত হওয়ার সম্ভবনা রয়েছে দিল্লীর কোনও অফিসারের। সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর কলকাতা সফরের পরে দিল্লী ফিরে গেলে অভয় সিং-এর বদলির সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানালেন। তবে পরবর্তীতে অভয় সিং’র স্থলাভিষিক্ত যিনি হবেন তিনি সিবিআই-এর আইপিএস প্যানেল থেকে নির্বাচিত হবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য অভয় সিং কলকাতার অ্যান্টি করাপশন ব্রাঞ্চের প্রধান ছিলেন। সূত্রের খবর বর্তমানে তাঁকে রাঁচীতে বদলি করা হবে। প্রসঙ্গতঃ নারদ তদন্ত সংক্রান্ত তথ্য নিয়ে মতবিরোধ হয় তদন্তকারী দলের মধ্যে। আর এই মতবিরোধেই তদন্ত ব্যাহত হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!