এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারদা কাণ্ডে নয়া মোর, ফের তলব প্রাক্তন তৃণমূল হেভিওয়েট সংসদকে

নারদা কাণ্ডে নয়া মোর, ফের তলব প্রাক্তন তৃণমূল হেভিওয়েট সংসদকে

নারদ স্টিং অপারেশন এর কর্তা ম্যাথু স্যামুয়েল তৃণমূলের রাজনৈতিক ভিত নাড়িয়ে দিয়েছিল একসময়, যার রেশ তৃণমূল রাজনৈতিক মহলে আজও বিদ্যমান। জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েট নেতাদের নাম। জনগণ দেখেছে কিভাবে তারা টাকা নিচ্ছে।

এবার এই নারদকান্ডের জেরে সিবিআই তে আবার হাজির ম্যাথু স্যামুয়েল। আর এবার সিবিআই থেকে ডাক পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কে ডি সিং। দিল্লীর সিবিআই দপ্তরে জেরা হবে তার। তবে সূত্রের খবর অনুযায়ী এবার মুখোমুখি বসিয়ে জেরা চলবে ম্যাথু স্যামুয়েল ও কেডি সিং এর।

নারদকর্তার দাবি অনুযায়ী তাকে সমস্ত অর্থ জুগিয়েছেন স্টিং অপারেশনের জন্য কেডি সিং এর সংস্থা এবং সংস্থাটি এককথায় এই দাবি নাকচ করে দেন। তবে এবার সিবিআইয়ের জেরায় এক নতুন মুখ হাজির হতে পারেন। ম্যাথুর কথা অনুযায়ী যে ব্যবসায়ীর মাধ্যমে তার আইফোনে গোপন ক্যামেরা ইনস্টল হয় এবার তাকে হাজির করতে পারে সিবিআই বলে খবর। তবে উক্ত ব্যবসায়ীও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাই সিবি আই ম্যাথু, কেডি সিং ও উক্ত ব্যবসায়ীকে মুখমুখি বসিয়ে জেরা করতে চলেছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে জানা গেছে ম্যাথুর আইফোনের ইয়ারফোনের ইনপুট পয়েন্টের সাথে গোপন ক্যামেরাটি ছিল এবং নারদ স্টিং অপারেশন এর মাধ্যমে বাংলা দেখেছিল কিভাবে তৃণমূলের হেভিওয়েট নেতারা একের পর এক টাকা লেনদেনে জড়িয়েছে। নারদ কান্ডে নাম উঠে এসেছে রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূলের প্রাক্তন সেকেন্ড-ইন কমান্ড তথা বিজেপি নেতা মুকুল রায়-সহ একাধিক হেভিওয়েট নেতাদের।

এবার লক্ষ্যণীয় এই নারদকান্ডের জের কি আগামীতেও তৃণমূলের পিছন ছাড়বে না ? ২০২১ এর ভোটের ওপর এই নারদ কান্ডের প্রভাব কিরূপ পড়বে ? এর সুযোগ বিরোধীরা কিভাবে নেন তাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!