এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নারদা মামলায় বাকি অভিযুক্ত সাংসদদের ওপর কি চাপ বাড়ছে? পাশাপাশি জল্পনা তুঙ্গে

নারদা মামলায় বাকি অভিযুক্ত সাংসদদের ওপর কি চাপ বাড়ছে? পাশাপাশি জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নারদা মামলায় অভিযুক্ত চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আজকেও মামলায় তাঁদের জেল হেফাজত বজায় রইল। আগামিকাল আবার শুনানি শুরু হবে বেলা দুটোর সময়। তবে শুধু এই চারজনই নন, নারদা মামলা নিয়ে ইতিমধ্যে শাসক শিবিরের অন্যান্য অভিযুক্তরাও প্রমাদ গুনতে শুরু করেছেন বলে মনে করা হচ্ছে। সোমবার সকালে যেভাবে আচমকা পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রকে নারদা মামলায় গ্রেপ্তার করা হয়, সেখান থেকে ব্যাপক জল্পনা শুরু হয়েছে।

নারদ কান্ডে অভিযুক্ত তৃণমূলের অন্যান্য সাংসদরাও কি এবার সিবিআই এর হাতে আসতে চলেছেন? সেক্ষেত্রে নারদা মামলায় অভিযুক্ত তৃণমূল সাংসদরা কি এবার আইনি রক্ষাকবচ নিতে চলেছেন? সূত্রের খবর, নারদা মামলায় সিবিআই চার্জশিট পেশ করেছে। তাতে নাম রয়েছে দমদমের সাংসদ সৌগত রায়, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, হাওড়ার সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং আরামবাগের সংসদ অপরুপা পোদ্দারের। খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের যেভাবে সিবিআই গ্রেপ্তার করেছে তাতে বাকি সংসদের সাংসদদের এই মুহূর্তে মোটেই নিশ্চিন্ত থাকা সম্ভব হচ্ছেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে আগাম জামিনের বিষয়টি সামনে আসছে। তৃণমূল শীর্ষ নেতৃত্ব যে এ বিষয়ে আগাম পদক্ষেপ গ্রহণ করবে, তা নিয়ে প্রায় নিঃসন্দেহ থাকা যায়। জোর জল্পনা চলছে অভিযুক্ত সাংসদরা কি সিদ্ধান্ত নেন তা নিয়ে। তবে সাংসদরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন কিনা সে ব্যাপারে দল যা বলবে, তাই হবে। তবে তৃণমূল সাংসদ সৌগত রায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তিনি কোন শর্তেই আগাম জামিনের আবেদন করবেন না বরং তিনি জানিয়েছেন, রাজনীতিতে দুদিনের জন্য জেলে গেলে কিছুই হবেনা।

তাই তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। অন্য আরেক অভিযুক্ত আরামবাগের তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দারকে যখন আগাম জামিনের ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন তিনিও বিশেষ কোনো সদুত্তর দেননি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, তৃণমূলের হেভিওয়েট নেতা, মন্ত্রীদের যেভাবে নারদা মামলায় আটকে দেওয়া হয়েছে তা কিন্তু চিন্তা বাড়াচ্ছে ক্রমশ শাসকদলের। আজকেও অভিযুক্তরা জামিন পেলেন না। এই অবস্থায় আগামীকাল শুনানিতে কি হতে চলেছে, সে দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!