এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারদা-রোজভ্যালি কাণ্ডে নয়া মোড়! নেওয়া হল এই বড়সড় পদক্ষেপ! ক্রমশ তীব্র হচ্ছে জল্পনা, জেনে নিন

নারদা-রোজভ্যালি কাণ্ডে নয়া মোড়! নেওয়া হল এই বড়সড় পদক্ষেপ! ক্রমশ তীব্র হচ্ছে জল্পনা, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারদা থেকে নারদা অথবা রোজভ্যালি প্রায় প্রতিটি ঘটনাতেই আর্থিক কেলেঙ্কারির যোগসূত্র রয়েছে। দীর্ঘদিন ধরেই রাজ্যের শাসকদলের দিকে চিটফান্ড সংক্রান্ত অভিযোগের আঙুল তুলছে বিরোধীরা। শাসক দলের পক্ষ থেকে বারংবার সেই অভিযোগ খারিজ করে দিলেও তদন্তের বিভিন্ন সময় দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে রাজ্যের শাসক দল থেকেই হাজিরা দিয়েছে বেশী সময় সিবিআইয়ের সামনে। বেশিরভাগ রাজনৈতিক নেতা থেকে পুলিশ কমিশনার কাউকেই বাদ দেওয়া যায়নি তদন্ত থেকে।

কিন্তু এবার চিটফান্ড কাণ্ডে দেখা গেল চাঞ্চল্যকর মোড়। সম্প্রতি এই আর্থিক কেলেঙ্কারি তদন্তের গতি-প্রকৃতিতে কিছু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আর সেই সূত্রে এবার সিবিআইয়ের উচ্চ পর্যায় থেকে নারোদা ও রোজভ্যালি কাণ্ডে তদন্তের ভারপ্রাপ্ত অফিসারদের বদলি করল। সে জায়গায় দায়িত্ব আসছেন বিহার ও দিল্লি থেকে অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার অফিসাররা। সূত্রের খবর, বিহার থেকে উমেশ কুমার নামে একজন অ্যাডিশনাল এসপি মর্যাদার অফিসার কলকাতায় আসছেন নারোদা তদন্তের হাল হকিকত জানতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রোজভ্যালির তদন্তের অগ্রগতি আনার জন্য দিল্লি থেকে আসছেন এক অফিসার। এতদিন পর্যন্ত ডিএসপি পদমর্যাদার অফিসাররাই এই দুই মামলায় তদন্ত চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এবার তদন্তে গতি আনার জন্যই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এবার সিবিআইয়ের চিটফান্ড তদন্তকারী দলটিকে ঢেলে সাজানো হয়েছে। সেখানে নতুন করে ইকোনমিক অফেন্স উইংয়ের এসপি মর্যাদার তিন অফিসারকে নিয়ে আসা হয়েছে। এই প্রসঙ্গে আরেকটি চিটফান্ড তদন্তের কথা উঠে আসে আর সেটি হল সারদা। জানা গিয়েছে সারদা চিটফান্ড তদন্তও এই মুহূর্তে শেষ পর্যায়ে।

সেই তদন্তের আইও তথাগত বর্ধনকেও বদলি করে দেওয়া হয়েছে। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই সারদা তদন্তে গতি এসেছে। ওয়াকিবহাল মহলের দাবী, এবার নারোদা এবং রোজভ্যালি তদন্তের সূত্রে চাপ বাড়তে চলেছে শাসক দলের। আপাতত সিবিআইয়ের এই রদবদলের ফলে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার সারদার সাথে সাথে নারোদা এবং রোজভ্যালি কাণ্ডের ওপর থেকেও পর্দা সরার সময় হয়েছে ? যদিও সিবিআই এর তরফ থেকে সম্পূর্ণ ব্যাপারটিকে খুবই সাধারণ রদবদলের নাম দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি যে শাসক শিবিরের জন্য অস্বস্তিজনক, তা এককথায় মেনে নিচ্ছে রাজনৈতিক মহলের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!