এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারদ কাণ্ডে চার অভিযুক্তের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক অভিযোগ আইনজীবীর, জল মাপছে রাজনীতিমহল

নারদ কাণ্ডে চার অভিযুক্তের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক অভিযোগ আইনজীবীর, জল মাপছে রাজনীতিমহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – টানটান উত্তেজনা নিয়ে গতকাল হাইকোর্টে নারদ মামলার শুনানি চলে। নারদ কান্ডে অভিযুক্ত চার হেভিওয়েটের আইনজীবী সিদ্ধার্থ লুথরা গতকাল জানালেন, গত ১৭ ই মে নিম্ন আদালত নারদ কান্ডে অভিযুক্তদের জামিন দিয়েছিল, কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভের অভিযোগ করে আদালতের নির্দেশ খারিজ করার দাবি জানানো হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে। তিনি জানান, সিবিআই এর হলফনামায় জানানো হয়েছে যে, চার অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এরেস্ট মেমোতে দেখা গেছে যে, তাঁদের নিজাম প্যালেসে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রশ্ন করেছেন, এ ক্ষেত্রে কোনটি সত্য?

আইনজীবী সিদ্ধার্থ লুথরা গতকাল আদালতে জানান, বিচারক ও বিচারপতিরা ভয়ভীতি দূর করে বিচার করার শপথ নিয়ে থাকেন। তাই সিবিআই এর আদালতের ওপর চাপ তৈরির দাবিকে যদি ঠিক বলা হয়, তবে বিচারকের নিরপেক্ষতা ও তাঁর শপথগ্রহণ প্রশ্নের মুখে পড়বে, যা কখনোই হতে পারে না। তিনি জানালেন, আদালতের বাইরে গন্ডগোল হতেই পারে, কিন্তু তাতে বিচারের কাজে বাঁধা পড়বে, তা কখনও দেখা যায়নি।

তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় জানালেন যে, বিচারক বা বিচারপতি মোটেই কম্পিউটার নন, তাঁদের ভুল হওয়া অস্বাভাবিক নয়। পারিপার্শ্বিক ঘটনা তাঁদের ওপর প্রভাব ফেলতেই পারে। এরপর আইনজীবী সিদ্ধার্থ লুথরা জানান, গত ১৭ ই মে নিম্ন আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে সিবিআই মেল করেছিল দুটো বেজে ৩৫ মিনিটে। তার আগে এই মেল পাঠানো হয়েছিল রাজ্যপাল ও অন্যান্য আইনজীবীদের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিন নিজাম প্যালেসে বিশৃংখলার অভিযোগকেও অস্বীকার করলেন সিদ্ধার্থ লুথরা। তিনি জানান, গত ১৭ ই মের ভিডিও ফুটেজে দেখা গেছে, নিজাম প্যালেসের পেছনের গেটে কোন ভিড় ছিল না। এ বিষয়ে ভিডিও ফুটেজ পেশ করার আর্জি জানালেন তিনি আদালতে। তাঁর এই দাবির বিরোধিতা করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা।

এরপর হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন জানিয়েছেন, সিবিআই এর অভিযোগ ছিল, বিশৃংখলার জন্য সেদিন অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এরপর বিচারপতি হরিশ ট্যান্ডন জানালেন, জামিন সংক্রান্ত বিষয় হলে, তবে এই বক্তব্য শোনা যেত। কিন্তু সাংবিধানিক বেঞ্চে এটি শোনা যায় না। এরপর সিদ্ধার্থ লুথরা অভিযোগ করেন, গত ১৭ ই মে কোনরকম করোনা বিধি না মেনেই মদন মিত্রকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারির কারন দুর্বল থাকার কারণে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে যেতে পারেনি সিবিআই, আর এর দোষ চাপিয়ে দেয়া হচ্ছে মানুষের উপরে।

এভাবে, গতকাল টানটান উত্তেজনা নিয়ে নারদ মামলার শুনানি চলে হাইকোর্টে। নারদ কান্ডে অভিযুক্ত ৪ হেভিওয়েটের গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন গতকাল সিদ্ধার্থ লুথরা। সিবিআই এর হলফনামার সত্যতা নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তাঁর এই অভিযোগের পর নারদ মামলার জল কতদূর গড়ায়? সেদিকে দৃষ্টি থাকবে সকলের। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!