এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নর্দমায় পড়ে মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পের জন্য পূরণ করা ফর্ম, ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে

নর্দমায় পড়ে মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পের জন্য পূরণ করা ফর্ম, ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূলের অন্যতম তুরুপের তাস হয়ে উঠেছে স্বাস্থ্য সাথী প্রকল্প। নির্বাচনের পূর্বে স্বাস্থ্য সাথী প্রকল্পের প্রচারের মধ্যে দিয়ে নির্বাচনে বাজিমাতের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের চেয়ে অনেক বেশী কার্যকরী হলো রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্প। আয়ুষ্মান ভারত প্রকল্পের চেয়ে অনেক বেশি উপভোক্তা রয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পে। এবার স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য পূরণ করা ফর্ম পাওয়া গেল নর্দমায়। যে ঘটনায় তীব্র শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।

আজ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের সিনেমা মোড়ের সামনে কয়েকজন স্থানীয় বাসিন্দা নর্দমায় বান্ডিল বান্ডিল কাগজ পড়ে থাকতে দেখেন। কৌতুহলী হয়ে সেই কাগজ গুলো তুলে নেন তাঁরা। এরপর কাগজ দেখে তাঁদের চোখ উল্টে যাওয়ার অবস্থা। এগুলি আর কিছুই নয়, এগুলো হলো স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য পূরণ করা ফর্ম। দেখা যাচ্ছে এই ফর্ম গুলির অধিকাংশই পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের ঠিকানার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনায় তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি এই ঘটনার জন্য অভিযুক্ত করেছে রাজ্য সরকারকে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনা হল সরকারি গাফিলতির চূড়ান্ত প্রমান। বিজেপির অভিযোগ, সাধারণ মানুষ এবার বুঝতে পারছেন যে, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কোন কিছুই পাবার নেই। বিজেপির অভিযোগ, স্বাস্থ্য সাথী প্রকল্পে রাজ্য সরকার বিশ্বাসঘাতকতা করেছে সাধারণ মানুষের সঙ্গে।

এই ঘটনায় সাধারণ মানুষও ক্ষুব্দ হন। তবে, নর্দমায় স্বাস্থ্য সাথী কার্ড পড়ে থাকার ঘটনায় তৃণমূল অভিযুক্ত করেছে বিজেপিকে। তৃণমূলের দাবি, স্বাস্থ্য সাথীর সুবিধা পাচ্ছেন রাজ্যের ১০ কোটি মানুষ। স্বাস্থ্য সাথীর কিছু ফর্ম নর্দমায় ফেলে দিয়ে সাধারন মানুষকে বিভ্রান্ত করতে চাইছে বিজেপি। মানুষকে বোঝাতে চাইছে যে, মানুষ পাচ্ছেন না স্বাস্থ্য সাথীর সুবিধা। প্রসঙ্গত, বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে স্বাস্থ্য সাথীর বিষয়টি পুরোটাই ভাওতা। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য স্বাস্থ্য সাথীকে ভোট সাথী বলেও কটাক্ষ করেছেন।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!