এখন পড়ছেন
হোম > জাতীয় > নরেন্দ্র মোদী নয়, দেশের ‘সুপার পিএমের’ নাম অমিত শাহ, বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের

নরেন্দ্র মোদী নয়, দেশের ‘সুপার পিএমের’ নাম অমিত শাহ, বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে সাংবাদিক বৈঠকের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ। এদিনের বৈঠকে তিনি পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে আগামী দিনে সরকারের ভাবনা চিন্তা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সম্পর্কে আভাস দিলেন। এছাড়াও এদিন তিনি  সরকারি ৭টি প্রকল্পের সুফল কী ভাবে গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কীভাবে ঐ ৭ টি প্রকল্পের কার্যকর বিন্যাস করা হবে সেই বিষয়েও বলেন। দলের সর্বভারতীয় সভাপতিকে প্রকাশ্যে সরকার পরিচালকের ভূমিকায় দেখে স্বভাবতই রাজনৈতিক দলগুলির মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হতে দেখা যায়। এদিন কংগ্রেস মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী শ্লেষের সুরেই জনতার উদ্দেশ্যে প্রশ্ন করলেন , “অমিত শাহ কি দেশের ‘সুপার প্রধানমন্ত্রী ?”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একইসাথে এদিন কংগ্রেস নেতা রণবীর সিংহ সুরজেওয়ালা  সেই প্রসঙ্গ তুলেই বললেন, ”পেট্রল-ডি়জেলের দামবৃদ্ধি নিয়ে সরকার কী করবে, তা ঘোষণা করছেন অমিত শাহ। অথচ সরকার কী অবস্থান নেবে, কেন্দ্রীয় মন্ত্রীই তা স্পষ্ট জানাতে পারছেন না।” উল্লেখ্য সরকার এবং দলের পৃথক সত্ত্বা নিয়ে অতীতেও অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে অমিত শাহের মন্তব্য যে অতীতের সেই বিতর্ককে খানিক উস্কে দিলো সেই বিষয়ে রাজনৈতিক মহলের সন্দেহের কোনো অবকাশ রইলো না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!