এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার ঘুম ছুটিয়ে মোদীর বিকল্প নেই, জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর

মমতার ঘুম ছুটিয়ে মোদীর বিকল্প নেই, জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর

সংশোধিত নাগরিক আইনের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে কার্যত নিজের দলের বিরুদ্ধাচরণ করতে দেখা গিয়েছিল জনতা দল ইউনাইটেডের সহ-সভাপতি তথা প্রখ্যাত নির্বাচনী রণনীতিকার প্রশান্ত কিশোরকে। যেদিন জনতা দল ইউনাইটেড সংশোধিত নাগরিক আইনকে সমর্থন করার কথা ঘোষণা করেছিলেন, সেদিনই প্রশান্ত কিশোরের তরফ থেকে বলা হয়েছিল, গান্ধীজীর মতাদর্শে যেই দল বিশ্বাস করে, সেই দল কি করে সংশোধিত নাগরিকায়নকে সমর্থন করে!

তবে পরবর্তীতে এই ইস্যুতে তাকে শোকজ করতে দেখা যায় জনতা দল ইউনাইটেডকে। পরবর্তীতে সংশোধিত নাগরিক বিল আইনে রূপান্তরিত হওয়ার পরেও বিভিন্ন মহলে এবং সোশ্যাল মিডিয়াতে এই আইনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন প্রশান্ত কিশোর।

কিন্তু সম্প্রতি নীতীশ কুমারের সঙ্গে বৈঠকের পরে প্রশান্তবাবুর সুর কিছুটা নরম হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই সম্প্রতি লক্ষ্য করা গিয়েছে, নাগরিকত্ব আইনের বিরোধিতা করা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে কথা বললেন প্রখ্যাত নির্বাচনী রণনীতিকার হিসেবে প্রসিদ্ধ জনতা দল ইউনাইটেড সহ-সভাপতি প্রশান্ত কিশোর ।

একটি সর্বভারতীয় পোর্টালের বাংলা সংস্করণের খবর অনুযায়ী, এদিন নরেন্দ্র মোদির পক্ষে কথা বলে প্রশান্ত কিশোর জানিয়েছেন, “ব্যান্ড মোদির কোনো ক্ষতি হবে না সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট বা এনআরসি ইস্যুতে। বর্তমান ভারতবর্ষের রাজনীতিতে মোদিকে আটকানোর মতো কেউ নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম দিকে জনতা দল ইউনাইটেড নাগরিকত্ব আইনকে সমর্থন করলেও, পরবর্তীতে বিহারের মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, বিহারে কোনভাবেই জাতীয় নাগরিকপঞ্জি করতে দেওয়া হবে না। কিন্তু এদিন যখন প্রশান্ত কিশোর বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেডের সুপ্রিমো নীতীশ কুমারের সঙ্গে বৈঠকের পরে জানিয়েছেন, নাগরিকত্ব আইনে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না ব্যান্ড মোদি, তখন স্বাভাবিকভাবেই জল্পনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

এদিন নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে প্রশান্ত কিশোর বলেন, “রাজ্য অথবা দেশে যতই প্রতিবাদ জানানো হোক, ব্যান্ড মোদি একই রকম থাকবে। কোনোরকম ক্ষতি হবে না।” অবশ্য এদিন আন্দোলনের স্বপক্ষেও সওয়াল করে প্রশান্ত কিশোরকে বলতে শোনা যায়, দুর্বল বিরোধী বলে প্রতিবাদ দুর্বল নয়। কেননা প্রতিবাদ গণ আন্দোলনের রূপ নিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের মানচিত্রে বর্তমানে প্রশান্ত কিশোর বিখ্যাত নির্বাচনী রণনীতিকার হলেও তিনি ভারতীয় জনতা পার্টির শরিক দল জনতা দল ইউনাইটেডের সহ-সভাপতিও বটে। আবার 2014 সালে নরেন্দ্র মোদির নির্বাচনের অন্যতম কাণ্ডারীও ছিলেন এই প্রশান্ত কিশোর। কাজেই মোদির সম্পর্কে অভিমত প্রকাশ করা তার কাছে আশ্চর্যের কিছু নয়। কিন্তু প্রশান্তবাবুর এই মতবাদ রাজনীতির মাটিতে কোনো প্রভাব ফেলে কিনা! সেদিকেই লক্ষ্য থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!