এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় ধাক্কা নরেন্দ্র মোদির! এবার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে শোকজ অর্জিত প্যাটেলকে

বড় ধাক্কা নরেন্দ্র মোদির! এবার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে শোকজ অর্জিত প্যাটেলকে

লোকসভা ভোটের আগে আবারও বড়সড় ধাক্কা খেলো মোদি সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ঋণখেলাপিদের নামের তালিকা প্রকাশ করা হয়নি কেন?এই প্রশ্ন তুলেই রিজার্ভ ব্যাংকের বর্তমান গভারমেন্ট উচিত প্যাটেলকে শোকজ করল কেন্দ্রীয় তথ্য কমিশন।

16 নভেম্বর এর মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি,ব্যাংক থেকে 50 কোটি কিংবা তারও বেশি অঙ্কের ঋণ নিয়ে যারা শোধ করেননি তাদের নামের একটা তালিকা প্রকাশ করারও নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। এই চিঠি এই তথ্য কমিশন পিএমও অর্থমন্ত্রক ও আরবিআইকে পাঠিয়েছে।

এমনিতেই আরবিআইএর সঙ্গে মোদি সরকারের বিরোধ এখন তুঙ্গে। সম্প্রতি কয়েক দিন আগেই কেন্দ্রীয় ব্যাংকের কাজে অযথা হস্তক্ষেপের অভিযোগ করেছিলেন আরবিআইএর ডেপুটি গভর্নর। তিনি অভিযোগ করেছিলেন, ঋণ দেওয়ার নিয়ম কে শিথিল করার জন্য চাপ দিচ্ছিল কেন্দ্রীয়।

প্রসঙ্গত,আর বি আই গভর্নর উর্জিত প্যাটেলের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সম্পর্ক একেবারে তলানীতে এসে ঠেকেছে বলেই শোনা যাচ্ছে। এমনকি এই মতবিরোধের জেরে আর বি আই গভর্নর পদত্যাগ করতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।ডেপুটি গভর্নরের অভিযোগের জবাবে ইউ পিয়া বলে প্রচুর টাকা ঋণ দেওয়ার অভিযোগে অরুণ জেটলি আরবিআইএর সমালোচনা করেন। এবার আর বি আই গভর্নর উচিত পাক কালকে শোকজের মুখে পড়তে হলো। কিন্তু কেন এরকম পদক্ষেপ নিল কেন্দ্রীয় তথ্য কমিশন?

জানা গেছে,২০১৫ সালে ব্যাংক থেকে ৫০ কোটি বা তার বেশি অঙ্কের ঋণ নিয়ে যারা শোধ করছেন না তাদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আরে তৎকালীন গভর্নর রঘুরাম রাজন তালিকা তৈরিও করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা হয়নি। রঘুরাম রাজন ইস্তফা দিলে আর বি আই নয় গভর্নর হওয়া উচিত পাটেল কিন্তু তিনি ও সে তালিকা প্রকাশ করেননি। আর তাই তাকে শোকজ নোটিশ ধরাল কেন্দ্রীয় তথ্য কমিশন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

১৬ নভেম্বরের মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। শুধু আরবিআই গভর্নর কে শোকজ করেই ক্ষান্ত হয়নি কেন্দ্রীয় তথ্য কমিশন।পাশাপাশি সেই তালিকা প্রকাশ করার জন্য পিএমও কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও আরবিআইকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় তথ্য কমিশন।যে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কমিশন তাতে নীরব মোদী মেহুল চোকসিদের নাম আছে বলেও অভিযোগ করে বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!