এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আজ বাংলায় ঝটিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

আজ বাংলায় ঝটিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা


 

সংসদের দুই কক্ষে ইতিমধ্যেই পাস হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। তবে এই আইন পাস হওয়ার সাথে সাথেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগুন জ্বলতে শুরু করেছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই সংশোধিত নাগরিকত্ব আইনে সই করে দিলেও, তার বিরোধিতা করে পথে নামতে শুরু করেছেন ত্রিপুরা, অসমের বাসিন্দারা। ইতিমধ্যেই ত্রিপুরা, অসমের সেই জনবিক্ষোভের আঁচ এসে পৌঁছেছে বাংলাতেও।

উলুবেড়িয়া থেকে মুর্শিদাবাদ, হাওড়া থেকে মালদা, বিভিন্ন জায়গাতে কোথাও ট্রেন আটকে বিক্ষোভ, কোথাও ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া, ঢিল ছোড়া, বাস ভাঙচুর সহ নানা ঘটনা ঘটতে শুরু করেছে। ইতিমধ্যেই বিক্ষোভকারীদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শান্তি স্থাপন করতে কার্যত অপারগ রাজ্য সরকার। এই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরুদ্ধ মত পোষণ করলেও, এইরূপ জ্বলন্ত বিক্ষোভে তারা বিশ্বাসী নয় বলে দাবি ঘাসফুল শিবিরের।

তবে নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে রাজ্যের পরিস্থিতি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তা জানতে এবার বাংলার নেতাদের সঙ্গে আজ কথা বলতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, রবিবার ঝাড়খণ্ডের দুমকায় ভোট প্রচারে যাবেন প্রধানমন্ত্রী। তার আগে অন্ডাল বিমানবন্দরে নেমে বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলবেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন অন্ডাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন রাজ্য বিজেপির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব। আর তারপরেই দুপুর একটার সময় রাজ্য নেতৃত্বের সঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিলের পরিপ্রেক্ষিতে রাজ্যের অবস্থা কিরকম, তার ব্যাপারে খোঁজখবর নেবেন প্রধানমন্ত্রী বলে খবর। বিশেষজ্ঞরা বলছেন, লোকসভা ভোটে বাংলায় বিজেপি সাফল্য পাওয়ার পর আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে তারা বাংলাকে টার্গেট করেছে।

তবে তার আগে সদ্য সমাপ্ত হওয়া রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে এনআরসি নিয়ে প্রচার করে বিজেপিকে কোণঠাসা করে দিতে সক্ষম হয়েছে ঘাসফুল শিবির। আর এই পরিস্থিতিতে লোকসভা এবং রাজ্যসভায় নাগরিকত্ব আইন সংশোধিত হয়ে পাস হয়ে যাওয়ায় বাংলার অনেক জায়গা বিক্ষোভের আগুনে জ্বলছে। ফলে সেদিক থেকে বাংলার জনগণ যাতে বিজেপির বিরুদ্ধে না যায়, তার জন্য রাজ্যে এসে রাজ্য বিজেপি নেতাদের পরামর্শ দিতে পারেন প্রধানমন্ত্রী বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!