এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা আবহে মোদীর মুকুটে নতুন পালক! তাবড় রাষ্ট্রনেতাকে পিছনে ফেলে হলেন বিশ্বের জনপ্রিয়তম!

করোনা আবহে মোদীর মুকুটে নতুন পালক! তাবড় রাষ্ট্রনেতাকে পিছনে ফেলে হলেন বিশ্বের জনপ্রিয়তম!

গোটা বিশ্ব লড়ছে মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে – আর তার মাঝেই ভারতবাসীদের জন্য সামনে এল বড়সড় সুখবর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাবড় তাবড় নেতাকে পিছনে ফেলে বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতা হিসাবে স্বীকৃতি ছিনিয়ে নিলেন। মার্চ মাসে বিশ্বের ৭২১ জন রাষ্ট্রনেতার ফেসবুক পেজ পর্যালোচনা করে বৃহস্পতিবার ‘ওয়ার্ল্ড লিডার্স অন ফেসবুক’ ব়্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা বিসিডব্লু।

এই প্রকাশিত তথ্য অনুযায়ী, অন্যান্য দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা রাজারানীদের বহু পিছনে ফেলে পৃথিবীর জনপ্রিয় রাষ্ট্রনেতার পদমর্যাদা অর্জন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ফেসবুক পেজে রয়েছে ৪৫ মিলিয়ন অথাৎ সাড়ে চার কোটি ফলোয়ার। আর এই তথ্যের ভিত্তিতেই তাঁকে বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতার স্বীকৃতি দেওয়া হল। প্রসঙ্গত, এই নিয়ে চার বছর হল – ‘ওয়ার্ল্ড লিডার্স অন ফেসবুক’ ব়্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা বিসিডব্লু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এবার প্রথম শুধু কত ফলোয়ার সেটা বিচার না করে প্রতিটি পোস্ট কতটা রিয়েল ভিউ পেলে তার বিচার করা হয়েছে। আর এইসবের ভিত্তিতেই এবার পৃথিবীর সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ফেসবুক পেজে লাইক ২.৭ কোটি। তৃতীয় স্থানে আছেন জর্ডনের রানি রানিয়ার – তাঁর পেজে লাইক সংখ্যা ১৬.৮ মিলিয়ন, মানে ১ কোটি ৬৮ লাখ।

তবে ফেসবুক ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছেন নরেন্দ্র মোদী বলে জানিয়েছে ওই সংস্থা। এক্ষেত্রে আবার এক নম্বরে ডোনাল্ড ট্রাম্প। গত ১২ মাসের হিসেব বলছে ট্রাম্পের ফেসবুক পেজে ৩০ কোটি ৯০ লাখ কমেন্ট, লাইক পেয়েছে। এই ক্ষেত্রে দু’নম্বরে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। তাঁর পেজে এক বছরে ইন্টারঅ্যাকশন ২০ কোটি ৫০ লাখ। আর তৃতীয় স্থানে থাকা নরেন্দ্র মোদীর পেজে এই সংখ্যাটা ৮ কোটি ৪০ লাখ।

প্রসঙ্গত, করোনাকে আটকাতে গোটা বিশ্বই কার্যত গৃহবন্দী – আর সেই বন্দি দশায় যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এমনকি, আজকাল রাষ্ট্রনেতারা নিজেদের বার্তা পৌঁছে দিতে প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভরসা রাখেন। করোনার সময়েও দেখা গেছে – ভারতের প্রধানমন্ত্রীও তাঁর বার্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আর সেখানেই এবার তিনি বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতা নির্বাচিত হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ভারতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!