এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় ভুল করেছে পাকিস্তান, চরম মূল্য চোকাতে হবে তাদের, সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

বড় ভুল করেছে পাকিস্তান, চরম মূল্য চোকাতে হবে তাদের, সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

গতকাল ভয়ঙ্করতম জঙ্গি হামলার জেরে ফের আরও একবার জওয়ানদের রক্তে ভাসল জম্মু-কাশ্মীরের মাটি। গতকাল দুপুর দুটো পনেরো মিনিটের সময় পুলওয়ামা জেলায় সব থেকে বড় জঙ্গি হামলার ঘটনায় শোকার্ত কাশ্মীর থেকে কন্যাকুমারি। গোটা দেশের একটাই ‘কলার টিউন’ – এই ঘটনার পিছনে যারা, তাদের উপর নিতে হবে চরমতম প্রতিশোধ। ভারতের মাটিতে আর একবার এইরকম হামলা করার আগে, ভারত মায়ের বীর সন্তানদের রক্ত ঝরানোর আগে যেন ভেবে দেখে সেইসব উগ্রপন্থীরা।

আর দেশবাসীর সেই আবেগকে মর্যাদা দিয়ে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের কি পদক্ষেপ হবে তা নিয়ে নিজের বাসভবনে অজিত দোভালের সঙ্গে একান্তে বৈঠক সেরে নিয়েছেন তিনি। আর তারপরেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দিল্লিতে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে নাম না করে পাকিস্তানকে চরম বার্তা দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এই ঘটনার যথাযথ জবাব দিতে ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনায় ইতিমধ্যেই রণদীপ সুরজেওয়ালা বা সুশীল শিন্ডের মত কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমন করতে শুরু করেছেন। তাঁদেরও তিনি স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী এদিন বলেন, যাঁরা পুলওয়ামা ঘটনায় সমালোচনা করছেন, তাঁদের ভাবনার সম্মান করি। কিন্তু এ ঘটনা সংবেদনশীল। রাজনৈতিক উর্ধ্বে এই সমস্যার মোকাবিলা করা উচিত সবার। বিশ্বের প্রায় সব দেশই ভারতের পাশে রয়েছে। এ ঘটনার তীব্র সমালোচনা জানিয়েছে সব মহল।

একই সঙ্গে পাকিস্তানকে যে এর চরম মূল্য চোকাতে হবে নাম না করে তাও এদিন স্পষ্ট করে দিলেন তিনি। প্রধানমন্ত্রী এদিন বলেন, আর্থিক দুর্নীতিগ্রস্ত প্রতিবেশী দেশ যদি ভেবে থাকে ভারতকে এভাবে বিপর্যয়ের মুখে ফেলবে, তা হলে তারা ভুল ভাবছে। এই হামলার জবাব চাইছে ১৩০ কোটি দেশবাসী। দেশের নিরাপত্তা এবং সমৃদ্ধি এই দুটো স্বপ্নকে সার্থক করতেই শহিদ হন জওয়ানরা। শহিদ সিআরপিএফের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলে রাখি, বিফলে যাবে না জওয়ানদের এই বলিদান। বড় ভুল করেছে পাকিস্তান, চরম মূল্য চোকাতে হবে তাদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!