এখন পড়ছেন
হোম > জাতীয় > মুশকিল আসানের নাম সেই নরেন্দ্র মোদীই! এক টেলিফোনেই মিটতে চলেছে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত?

মুশকিল আসানের নাম সেই নরেন্দ্র মোদীই! এক টেলিফোনেই মিটতে চলেছে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে রাজ্যপালের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছিল। বিধানসভার অধিবেশন হওয়া নিয়ে রীতিমত বিবাদে জড়িয়ে পড়েছিল সরকার এবং রাজ্যপাল। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, রাজ্যপাল কলরাজ মিশ্রের আচরণ সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে অভিযোগ করেন রাজস্থানের কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক গেহলট। যদি এই গোটা সমস্যার সমাধান করা না হয়, তাহলে তিনি রাস্ট্রপতির কাছেও চিঠি পাঠাবেন বলে জানিয়ে দিয়েছিলেন।

আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ফোন করে অভিযোগ জানানোর পরেই আগামী 14 আগস্ট থেকে রাজস্থানের অধিবেশন শুরু করার নির্দেশ দিলেন রাজ্যপাল কলরাজ মিশ্র। সূত্রের খবর, এদিন রাজ্যপালের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে বলা হয় যে, মন্ত্রিসভার তরফে পাঠানো প্রস্তাবে সাড়া দিয়ে আগামী 14 আগস্ট থেকে রাজস্থান বিধানসভার পঞ্চম অধিবেশন শুরু করার অনুমতি দিয়েছেন রাজ্যপাল। তবে এই অধিবেশনে বিধায়কদের সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিধানসভা অধিবেশন শুরুর প্রথম প্রস্তাব রাজ্যপালকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু 21 দিনের নোটিশ ছাড়া কোনোভাবেই অধিবেশন ডাকা যাবে না বলে জানিয়ে দিয়েছিলেন রাজ্যপাল কলরাজ মিশ্র। আর তারপরেই সরকারের সঙ্গে রাজ্যপালের তীব্র বিবাদ তৈরি হতে দেখা যায়। গোটা পরিস্থিতিতে রাজ্যপালের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ফোন করে অভিযোগ জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী। আর এখানেই গুঞ্জন তৈরি হয়েছে, তাহলে কি এই গোটা সমস্যার সমাধান করতে রাজ্যপালের কাছে বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী? আর তার পরিপ্রেক্ষিতেই অধিবেশন শুরুর ব্যাপারে সবুজসংকেত দিলেন রাজ্যপাল কলরাজ মিশ্র?

অনেকে বলছেন, গোটা সমস্যার সমাধান করতে প্রধানমন্ত্রীর ভূমিকা অনস্বীকার্য। তাকে ফোন করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অভিযোগ জানানোর পরেই তিনি পদক্ষেপ গ্রহণ করলেন। আর তার পরিপ্রেক্ষিতেই অধিবেশন শুরুর ব্যাপারে সবুজসংকেত দিলেন রাজ্যপাল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!