এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘চাচা চৌধুরীর’ হাত ধরে এবার কচি মনে হানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

‘চাচা চৌধুরীর’ হাত ধরে এবার কচি মনে হানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর


লোকসভা ভোটের আগে নতুন চমক দিলেন বিজেপি তরফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কমিকস্ বই এর হাত ধরে শিশুদের মনে জায়গা করে নিতে চলেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথাটা শুনে চোখ কপালে উঠলেও এটাই সত্যি। ৯’ এর দশকের বিখ্যাত চরিত্র চাচা চৌধুরীর সঙ্গে কমিকস বই এর পাতা জায়গা করে নিলেন মোদীজি। বই এর নামকরণ হল ‘চাচা চৌধুরী ও মোদি’। বই এর দাম ধার্য হয়েছে ৩৫ টাকা। বইটি মূল মোটিফ হল, চাচা চৌধুরীও মোদিজির কাজকে সমর্থন করছেন। সেভাবেই কার্টুনের মাধ্যমে বইটিকে সাজানো হয়েছে। জানা যাচ্ছে,কেন্দ্রীয় সরকারের প্রকল্প সর্ব শিক্ষা মিশনের আওতায় মহারাষ্ট্র সরকার এই বইটি স্কুলে স্কুলে বিলি করছে।  এছাড়া লাইব্রেরিগুলোতেও বাধ্যতামূলকভাবেও রাখা হচ্ছে বইটি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কমিকস্ জগতে প্রিয় চরিত্র চাচা চৌধুরীর জনপ্রিয়তাকে অন্যভাবে কাজে লাগালেন মোদীজি। কমিকস এর কথা তো আজকালকার বাচ্চারা ভুলেই গেছে একরকম। ওটা এদের কাছে ফসিলে পরিনত হয়েছে প্রায়। কারণ নোবিতা,ডোরেমন,সিঞ্চন, মোটু পাতলু, ছোটা ভীম এসব থেকে ফুরসুৎ মেলে না তাদের। এরাই ভীড় জমিয়েছে শিশু মনগুলোতে। সেখানেই নতুন করে জায়গা করে নিতে লাঠি হাতে ছোট্ট খাট্টো চাচাজির সঙ্গে হাজির হয়েছেন মোদীজি। তবে মোদিজী এই কর্মসূচীতে রীতিমতো অভিযোগ নিয়ে সরব হয়েছেন মহারাষ্ট্রের বিরোধীদল গুলো। তাঁদের দাবী বিজেপি সরকার জোর করে কচি মনগুলোকে রাজনীতি দিয়ে বিষিয়ে তুলতে চাইছেন। লোকসভা নির্বাচনের আগে এটা পদ্মশিবিরের নতুন চাল কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!