এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারী দিবসের দিনেই বাংলার নারীদের সুরক্ষার বিষয়ে আশঙ্কা প্রকাশ বিজেপির রাজ্য সভাপতির

নারী দিবসের দিনেই বাংলার নারীদের সুরক্ষার বিষয়ে আশঙ্কা প্রকাশ বিজেপির রাজ্য সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ নারী দিবসের দিনেই রাজ্যে নারীদের সুরক্ষার বিষয়ে আশংকা প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন, দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষা একেবারেই নেই। এ কারণে নারী সুরক্ষার কথা ভাবতে হচ্ছে তাঁদেরকে। পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত নন, এ বিষয়ে সকলকে সচেতন হবার প্রয়োজনের কথা জানালেন তিনি। দিলীপ ঘোষ জানালেন যে, নারীরা যাতে সুরক্ষিত হন, তাঁদের সন্মান যাতে সুরক্ষিত হয়, সে ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। কারণ, আগামী প্রজন্মকে নারীরাই তৈরি করেন। এজন্য নারীদের সুরক্ষার সর্বাগ্রে প্রয়োজন।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, ভারতবর্ষের মতো দেশে আলাদা করে নারী দিবস পালনের প্রয়োজন হয় না। যুগ যুগ ধরে মহিলাদেরকে সামনে রেখে, তাঁদেরকে সম্মান জানানো হয়। বেদের যুগ থেকে শুরু করে
আজকের দিন পর্যন্ত, নারীদের যে যোগদান তাকে সম্মান দেয়া হয়েছে। শুধু তাই নয়, মহিলাদের আগে জায়গা করে দেয়া হয়েছে। সীতা-রাম বলা হয়, রাধা-কৃষ্ণ বলা হয়। মহিলারা ভারতবর্ষে এগিয়ে রয়েছেন।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, নারীর সম্মান হলো নারীর অধিকার। নারীর যোগ্যতা, নারীর সম্মান যুগ যুগ ধরে হয়ে আসছে। আজ দেশে বিদেশি ভাবধারা প্রবেশের কারণে আলাদা করে নারী দিবসের কথা বলতে হচ্ছে। তবে, বাংলার নারীরা যে সুরক্ষিত নন, সে বিষয়ে বিশেষ আশংকা প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ নারী সুরক্ষা ছাড়াও একাধিক বিষয়ে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন, আজ বেশ কিছু ব্যক্তির বিজেপিতে যোগদানের সম্ভাবনা আছে। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন যে, অভিনেতা মিঠুন চক্রবর্তী কি নির্বাচনে প্রার্থী হচ্ছেন? তাঁকে কি বাংলার মুখ করা হবে? এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি জানালেন যে, সেটা তাঁদের হাতে নেই। কাল প্রথমবার অভিনেতার সঙ্গে দেখা হয়েছে, অভিনেতার সঙ্গে তিনি কথা বলেছেন। দল ঠিক করবে, তিনি প্রার্থী হবেন কিনা? এ ব্যাপারে তাঁর সঙ্গে কোন কথা হয়নি অভিনেতার। তিনি জানেন না, কে মুখ হবেন? যা জনতাই ঠিক করবে, বলে জানালেন তিনি।

আবার, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ আবার রাজপথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জবাব, মানুষ প্রশ্ন করছেন যে, মুখ্যমন্ত্রী ১০ বছরে কি করেছেন? তার উত্তর নেই। তাই এ ধরনের বিষয় নিয়ে আন্দোলন করে রাস্তায় নেমে একটু শরীরচর্চা করার চেষ্টা করছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি জানালেন, এগুলো বলার আর দিন নেই। এটাই যদি করতে হয়, তাহলে বিরোধী পক্ষতে থেকে যান তিনি। আগামী পাঁচ বছর ধরে তিনি আন্দোলনই করে যাবেন।

অন্যদিকে, গতকালের বিজেপির ব্রিগেড সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানলেন যে, আগামী নির্বাচনের জন্য বিজেপি অনেকদিন ধরেই প্রস্তুত হচ্ছিল। কিন্তু নির্বাচনের পূর্বে বিজেপি কর্মীদের দিশা দেখানোর প্রয়োজন ছিল। এছাড়া শক্তি দেখাবারও প্রয়োজন ছিল বিজেপির। তিনি জানালেন, বিজেপি তৈরি, ব্রিগেড এর মাধ্যমে বাংলার মানুষকে এই বার্তা দেয়া গিয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!