এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারী দিবসের মঞ্চ থেকে মহিলাদের সুরক্ষা নিয়ে বিজেপিকে বড় প্রশ্ন মমতার, তরজা তুঙ্গে!

নারী দিবসের মঞ্চ থেকে মহিলাদের সুরক্ষা নিয়ে বিজেপিকে বড় প্রশ্ন মমতার, তরজা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলারা সুরক্ষিত নয়, এই অভিযোগ বিজেপির দীর্ঘদিনের। সম্প্রতি নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর কেন্দ্রীয় বিজেপির নেতা নেত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা রাজ্যে এসে অন্যান্য বিষয়ের পাশাপাশি রাজ্যে নারী নির্যাতন চলছে বলে অভিযোগ করেছেন। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে সেই একই অভিযোগ করতে দেখা যায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

আর প্রধানমন্ত্রীর এই মন্তব্যের জবাব নারী দিবসের মঞ্চ থেকেই দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তৃণমূল সুপ্রিমো। আর তারপরই ধর্মতলার জনসভায় থেকে বক্তব্য রাখতে দেখা যায় তাকে।

এদিন বাংলার মেয়েরা যে সবথেকে বেশি সুরক্ষিত, সেকথা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মেয়েরা দেশ গড়েছে, বিশ্ব গড়েছে। প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি। কিন্তু প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলেন, সেটা আজব বিষয়। প্রধানমন্ত্রী বলছেন বাংলার মেয়েরা সুরক্ষিত নয়। কিন্তু বাংলায় মেয়েরা দিন রাত সবসময় সুরক্ষিত।” আর এরপরই বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের ওপর নির্যাতন চলছে বলে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “মোদী-শাহর রাজ্য গুজরাটে সবথেকে বেশি অপরাধ। ধর্ষণের শীর্ষে আমেদাবাদ আর যোগী রাজ্য উত্তরপ্রদেশ।” অর্থাৎ বাংলা নিয়ে বিজেপি নেতা নেত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই অভিযোগ করুন না কেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে সব থেকে বেশি মহিলারা লাঞ্ছিত হচ্ছেন, একথা নারী দিবসের মঞ্চ থেকেই তুলে ধরার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যখন বাংলার নারীরা সুরক্ষিত নয় বলে অভিযোগ করতে শুরু করেছে, তখন তার পাল্টা জবাবে নারী দিবসের মঞ্চে বেছে নিয়ে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন তৃণমূল নেত্রী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকদের মতে, ইতিমধ্যেই নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এখন বিভিন্ন বিষয় নিয়ে তরজা আরও বাড়তে শুরু করবে, এটাই স্বাভাবিক।

সম্প্রতি রাজ্যে এসে রাজ্যের আইন শৃঙ্খলা সহ নারী নির্যাতন এবং বিভিন্ন বিষয়ে তৃণমূল সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাব হিসেবে কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর ছিল সকলের।

অবশেষে প্রত্যাশা মতই নারী দিবসের পদযাত্রার শেষে ধর্মতলার সভা থেকে এই ব্যাপারে বিজেপিকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বাংলার নারীরা সুরক্ষিত থাকলেও, বিজেপি শাসিত রাজ্যে নারীরা মোটেই সুরক্ষিত নয় বলে সরব হতে দেখা গেল তাকে। সব মিলিয়ে নির্বাচনের মরসুমে নারী দিবসের দিনে মহিলাদের সুরক্ষা নিয়ে বিজেপিকে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!