এখন পড়ছেন
হোম > জাতীয় > নারী সুরক্ষায় কেন্দ্রীয় ফান্ডের টাকা পেয়েও কাজ না করার অভিযোগে বিদ্ধ তৃণমূল সরকার, সরব বিজেপি

নারী সুরক্ষায় কেন্দ্রীয় ফান্ডের টাকা পেয়েও কাজ না করার অভিযোগে বিদ্ধ তৃণমূল সরকার, সরব বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বরাবরই এ রাজ্যে বিরোধীরা অভিযোগ করে, কেন্দ্রীয় সরকারের যেকোনো প্রকল্পকে রাজনীতির আধারে রেখে রাজ্য সরকার তা নিয়ে চরম উদাসীনতা দেখায়। আর এবার সেই অভিযোগ নিয়ে আরো একবার মুখর হলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। প্রসঙ্গত, নির্ভয়া কাণ্ডের পরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্ভয়া ফান্ড তৈরি করা হয় এবং বিভিন্ন রাজ্যে সেই ফান্ড দিয়ে সখি সেন্টার বা ওয়ান স্টপ সেন্টার তৈরি করার অনুমোদন দেওয়া হয়। গতকাল সংসদে স্মৃতি ইরানি জানিয়েছেন, অন্যান্য রাজ্যে এই ওয়ানস্টপ সেন্টার তৈরি হলেও পশ্চিমবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত একটিও ওয়ানস্টপ সেন্টার তৈরি হয়নি নির্ভয়া ফান্ডের টাকায়।

যদিও পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের ওয়ানস্টপ সেন্টারের যে কাজ, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অন্য আঙ্গিকে করে চলেছে অহরহ। আর এই নিয়েই বাকবিতণ্ডা চরমে উঠেছে। কার্যত রাজধানীর দিল্লির বুকে ঘটে যাওয়া পৈশাচিক নির্ভয়া ধর্ষণকাণ্ডের  পর দীর্ঘদিন ধরে মহিলা ও শিশু শ্রমিকদের স্বার্থে কাজ করা শ্রীরূপা মিত্র চৌধুরী সারা দেশ জুড়ে নির্যাতিতাদের সহায়তায় বিশেষ ব্যবস্থা শুরু করার উদ্যোগ নিয়েছিলেন সরকারি পৃষ্ঠপোষকতায়। সেই সময় তৎকালীন দ্বিতীয় মনমোহন সিং সরকার নির্ভয়া ফান্ড তৈরি করেন। আর এই নির্ভয়া ফান্ড দিয়েই সখি সেন্টার বা ওয়ানস্টপ সেন্টার তৈরি হয়।

প্রশ্ন উঠছে, এই ওয়ানস্টপ সেন্টারের কাজ কি? এই ওয়ানস্টপ সেন্টারের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো ধরনের নির্যাতনের শিকার হওয়া যেকোনো বয়সের মহিলা এই সেন্টারে আসলে তাঁর আশ্রয় বা তাঁর আইনি সহায়তার মত বিষয়গুলি সুনিশ্চিত হবে। পাশাপাশি মানসিক অবসাদগ্রস্ত অবস্থা থেকে নির্যাতিতাদের বার করে আনতে কাউন্সেলিংয়ের ব্যবস্থা হবে। এই নির্ভয়া কাণ্ডের গোটা বিষয়টি কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দপ্তরের অধীনে রূপায়িত হয়। গতকাল রাজ্যসভায় কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি যে তথ্য দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, বাংলা বাদে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের প্রায় সমস্ত রাজ্যগুলিতে যত সংখ্যক ওয়ানস্টপ সেন্টার তৈরি করার কথা ছিল, 100% সর্বত্র বাস্তবায়িত হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বাংলায় এখনো পর্যন্ত একটিও ওয়ানস্টপ সেন্টার হয়নি। আর এই নিয়েই সরব হয়েছে গেরুয়া শিবির। কার্যত রাজ্য সরকারের উদাসীনতাকে তুলে ধরতেই এবার উঠে পড়ে লেগেছে বিজেপি। অন্যদিকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, ওয়ানস্টপ সেন্টারের পরিকাঠামো হাসপাতালগুলিতে তৈরি করা হচ্ছে। তিনি আরো জানান, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জোর করে নির্ভয়া ফান্ডের টাকা পাঠানো হয়েছে। তাই এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে মহিলাদের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একাধিক চিন্তাভাবনা করেছেন এবং কাজ করছেন সে ব্যাপারে বিশদ ব্যাখ্যা করেছেন শশী পাঁজা।

সব মিলিয়ে নির্ভয়া ফান্ড ব্যবহার না করায় বড়সড় অভিযোগের আঙুল উঠছে তৃণমূল সরকারের দিকে। আর ঠিক এই জায়গা থেকেই মহিলাদের নিয়ে তৃণমূল সরকার যে কিছুই ভাবেনা, এরকম একটি দৃষ্টিভঙ্গি স্থাপন করতে চাইছে বিজেপি। কার্যত একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ঝুলি ভরিয়ে দিয়েছিল মহিলাদের ভোট। তাই এবার বিজেপি তৃণমূলের ভোটের ভাঁড়ারে আঘাত করতে এরকমই একটি ইস্যুকে তুলে সামনে আনছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!