এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নারী সুরক্ষায় বঙ্গ বিজেপির অভিনব ভাবনা, আত্মরক্ষায় এবার ক্যারাটে প্রশিক্ষণ মহিলা কর্মীদের

নারী সুরক্ষায় বঙ্গ বিজেপির অভিনব ভাবনা, আত্মরক্ষায় এবার ক্যারাটে প্রশিক্ষণ মহিলা কর্মীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের মহিলা সংগঠনকে আরও আত্মনির্ভর করবার জন্য এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি। জানা গেছে, দলের মহিলা ব্রিগেডের এক একজনকে “লেডি ব্রুসলি” বানানোর জন্য উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই বুধবার থেকে মালদহে বিজেপির জেলা কার্যালয়ে মহিলাদের আত্মনির্ভর করবার জন্য ক্যারাটে শেখানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কথায় আছে, “না থাকিলে বঙ্গ ললনা, এ ভারত জাগে না, জাগে না।” সামনেই 2021 এর মহাযুদ্ধ রয়েছে বিজেপির কাছে।

তাই তার আগে মহিলা মোর্চার সদস্যদের আরও বেশি করে স্বনির্ভর হওয়ার জন্য বিজেপির পক্ষ থেকে এই ক্যারাটে শেখানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ মহিলা সংগঠনের সদস্যরা যাতে মাঠে ময়দানে নেমে আন্দোলন করার সময় তারা কোনো রকম বিপাকে না পড়ে এবং নিজেদের রক্ষা নিজেরাই করতে পারে, তাই এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি একাংশের। পাশাপাশি এই ধরনের উদ্যোগ নিয়ে বিজেপি রাজ্যের নারী সমাজকে আরও বেশি করে আত্মনির্ভর হওয়ার বার্তা দিচ্ছে বলেও মনে করা হচ্ছে।

জানা গেছে, বিজেপির জেলা কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে এই ক্যারাটে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। প্রথমে মাসে দুদিন করে এই প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে প্রতি সপ্তাহে এই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি গোবিন্দ্র চন্দ্র মন্ডল বলেন, “রাজ্যের একের পর এক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তৃণমূলের রাজত্বে মহিলারা নিরাপদ নন। পার্কস্ট্রিট থেকে শুরু করে কামদুনি, কিংবা সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। যেকোনো জরুরী পরিস্থিতিতে মহিলারা যাতে নিজেদের সম্মান নিজেরাই রক্ষা করতে পারেন, তা নিশ্চিত করতে এই ধরনের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরবর্তীতে মালদহের গ্রামাঞ্চলেও এই ধরনের ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হবে। প্রথম দিনেই প্রায় 300 জন প্রশিক্ষণ নিয়েছেন।”

একইভাবে প্রথমদিনে প্রশিক্ষণ শিবিরের ব্যাপক মাত্রায় অংশগ্রহণ দেখে উজ্জীবিত বিজেপি মালদহ জেলার সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “কতজন মহিলা এই সুবিধায় অংশ নেবেন, তা নিয়ে সকলেই খানিকটা সন্দিহান ছিলেন। কিন্তু বিপুল সংখ্যায় মহিলারা যেভাবে প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছেন, তাতে প্রমাণ হয়ে গিয়েছে, রাজ্য সরকারের নিরাপত্তা বাহিনীর ওপর তাদের আস্থা তলানীতে থেকেছে। আমাদের এই প্রশিক্ষণ শিবিরে ব্যাপক সাড়া মিলেছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিজেপির পক্ষ থেকে এই ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও, তা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের অন্যতম মুখপাত্র সুমালা আগরওয়াল বলেন, “উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনা মানুষের মনে এখনও টাটকা। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের যে নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হয়, তা সকলেরই জানা।” একইভাবে এই ব্যাপারে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেছেন জেলা তৃণমূলের অন্যান্য নেতৃত্বরাও।

একাংশ বলছেন, বিজেপির এই উদ্যোগ সত্যিই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা বিজেপি এই ক্যারাটে প্রশিক্ষণের মধ্যে দিয়ে একদিকে যেমন মহিলাদের আত্মনির্ভর করার চেষ্টা করছে, ঠিক তেমনই বুঝিয়ে দিতে চাইছে, বাংলার মহিলারা তৃণমূল সরকারের আমলে নিরাপদ নয়। তাই তাদের প্রশিক্ষিত হওয়া খুব জরুরি। স্বাভাবিকভাবেই বিজেপির এই কর্মসূচির মধ্য দিয়ে একদিকে যেমন মহিলাদের শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে, ঠিক তেমনই এর ফলে তৃণমূল সরকারের বিরুদ্ধে আরও বেশি করে সোচ্চার হওয়ার রাস্তা খুঁজে নিতে শুরু করেছে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!