এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারীশক্তির জোড়েই একুশে বিরোধীদের রিঙের বাইরে পাঠাবে তৃণমূল? ১২ তারিখ থেকে বিশেষ পরিকল্পনা?

নারীশক্তির জোড়েই একুশে বিরোধীদের রিঙের বাইরে পাঠাবে তৃণমূল? ১২ তারিখ থেকে বিশেষ পরিকল্পনা?

আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে, আর তার জন্যই এবার তৃণমূল শিবিরে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে. প্রচার পর্বে জোর দিতে রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি বাংলার মহিলা ভোটারদের দিকে বিশেষ নজর দিতে চলেছে তৃণমূল শিবির। আর তার জন্যই এবার রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তৃণমূলের বঙ্গজননী বাহিনীকে দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলার মহিলাদের ভোট যাতে তৃণমূল শিবিরে আসে তা দেখার। আর তার জন্যই আগামী 12 ই ডিসেম্বর থেকে তৃণমূলের বঙ্গজননী বাহিনী নামতে চলেছে পথে। একুশের বিধানসভা নির্বাচনে মহিলারা যে ব্যাপক ব্যবধান গড়ে দিতে পারে, সে ব্যাপারে নিশ্চিত তৃণমূল কংগ্রেস।

আর তাই এবার আগেভাগেই আসরে নেমে পড়েছে তৃণমূল। মহিলাদের তৃণমূলে আনতে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের নতুন স্লোগান- উঠেছে আওয়াজ বঙ্গে, মহিলারা দিদির সঙ্গে। এই বঙ্গজননী বাহিনী হাওড়ায় প্রথম সভা করবে 12 ই ডিসেম্বর। এরপর দুই 24 পরগনা, হুগলি, নদীয়াতেও প্রচার চলবে। জানা গিয়েছে প্রচারে বঙ্গজননী বাহিনী কন্যাশ্রী। রূপশ্রী প্রকল্পের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পের কথাও বলবে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী সম্প্রতি রাজ্যের প্রত্যেকটি মানুষের জন্য স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড দেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে সেক্ষেত্রে পরিবারের সব থেকে বেশি বয়সী মহিলার নামে কার্ড হবে বলে জানা গিয়েছে।

এই রাজ্যের 49 শতাংশ মহিলা ভোটার। সংখ্যা নিরিখে হিসাব করলে দেখা যায় প্রায় 3 কোটি 51 লাখ এর কাছাকাছি এ রাজ্যের মহিলা ভোটার। জানা গিয়েছে, বঙ্গজননী বাহিনী প্রচারে নেমে 2016 বিধানসভা নির্বাচনের কথা তুলে ধরবে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের 45 শতাংশ মহিলা প্রার্থী দিয়েছিলেন সে কথা বলা হবে। এবং 2019 এর লোকসভা নির্বাচনে তৃণমূলের মহিলা প্রার্থী সংখ্যা ছিল প্রায় 41 শতাংশ এর মতন। যদিও তাতে বিরোধীদের বিশেষ কিছু যায় আসে নি। কারণ লোকসভা নির্বাচনে বাংলার মাটিতে বিরোধীরা ভালোই ফল করেছিল। তবে 2019 বিধানসভা নির্বাচনের পর প্রথম ধাক্কা খায় বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উপনির্বাচনে গত বছরের শেষে রাজ্যের তিনটি বিধানসভা উপনির্বাচনে বিজেপি গো হারান হেরে যায়। সেসময় মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছিলেন, উপনির্বাচনে বোঝা গেছে বিজেপির 2019 এই সাপ হয়ে গিয়েছে। তবে লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের তরফে স্লোগান ছিল যা তা মোটেই কার্যকর হয়নি। কারণ তখন শ্লোগান ছিল ডাক দিয়েছে তৃণমূল-বিজেপি হবে নির্মূল, যা মোটেই হয়নি। পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ দখলের পর তৃণমূলের স্লোগান ছিল 42 এ 42 যেটা সাকুল্যে এসে থাকে বাইশে। খুব স্বাভাবিকভাবেই এই শ্লোগানও বিফলে গেছে। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পদ্ধতিতে যে ভুল ছিল এখন একে একে তা স্বীকার করে নিচ্ছে তৃণমূলের জেলা নেতারা।

বাঁকুড়া থেকে তৃণমূল নেত্রী যেভাবে জানিয়েছিলেন জেলায় জেলায় এবার তাঁর সফর শুরু হবে। সেই অনুযায়ী 27 ডিসেম্বর থেকে টানা জেলা সফর শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গেছে দলীয় সূত্রে। প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরে সভা করবেন। ওই দিন মেদিনীপুর কলেজ মাঠে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বর্ধমান যাবেন বলে কথা রয়েছে। 9 ডিসেম্বর বনগাঁ গোপালনগরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে জানিয়ে দিয়েছেন, তিনি একমাত্র কর্মী এবং তিনি অবজারভার। তাই প্রত্যেক ব্লকের প্রতিটি নেতার কার্যকলাপের ওপর তাঁর নজর রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলা বিধানসভা নির্বাচনের নিরিখে তৃণমূল শিবির সব রকম শক্তি নিয়ে মাঠে নেমেছে। একুশের বিধানসভার মসনদ দখল এই মুহূর্তে প্রেস্টিজের লড়াই তৃণমূলের কাছে। আর সেই প্রেস্টিজ বাঁচাতে এবার তৃণমূল শরণাপন্ন হচ্ছে রাজ্যের মহিলাদের। মনে করা হচ্ছে, মহিলাদের বিশাল ভোট একমাত্র তৃণমূলকে বাঁচাতে পারে। আর তাই বিরোধীদের একপাশে সরিয়ে রাখতে তৃণমূল নির্ভর করছে নারী শক্তির ওপর বলে দাবী রাজনৈতিক মহলের।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!