এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারদ মামলায় বড়সড় ধাক্কা খেলেন ধৃত তৃণমূল বিধায়ক, জল্পনা তুঙ্গে

নারদ মামলায় বড়সড় ধাক্কা খেলেন ধৃত তৃণমূল বিধায়ক, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত সোমবার থেকে শুরু হয়েছে নারদ মামলা ঘিরে একের পর এক চাঞ্চল্যকর কান্ড। দীর্ঘদিন মামলা চলার পর সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা এবং মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র। এছাড়াও সোমবার  কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের হাতে গ্রেফতার হন প্রাক্তন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। সোমবার থেকে এই চারজন জেল হেফাজতে রয়েছেন। সোমবারেই নিম্ন আদালতে এঁদের জামিন মঞ্জুর হয়ে গেলেও রাতারাতি হাইকোর্ট তাঁদের জামিনের ওপর স্থগিতাদেশ জারি করে এবং বুধবার থেকে শুরু হয় শুনানি।

গত বুধবার শুনানির পর আজ বৃহস্পতিবার শুনানি থাকার কথা থাকলেও শুনানি বাতিল হয়ে যায়। যথারীতি আজকেও চার নেতাকে জেলে থাকতে হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু বৃহস্পতিবার অন্য বিচারপতির ডিভিশন বেঞ্চে যাতে এই মামলার শুনানি হয় তার জন্য আবেদন করেছিলেন মদন মিত্রের আইনজীবী। কিন্তু সেই আবেদন যথারীতি খারিজ হয়ে যায়। জানিয়ে দেওয়া হয়, শুক্রবার নারদা মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

বৃহস্পতিবার মামলার শুনানি নিয়ে টানটান উত্তেজনা থাকলেও বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে একটি নোটিশ জারি হয়। যেখানে বলে দেওয়া হয়, অনিবার্যকারণবশত মামলার শুনানি বাতিল হয়েছে। আর তারপরেই ধৃত তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্রের আইনজীবী কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করেন হাইকোর্টের অন্য ডিভিশন বেঞ্চে মামলার শুনানি করার। রেজিস্টার জেনারেল হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দলকে এই আবেদন জানান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং প্রধান বিচারপতি আবেদন খারিজ করে জানিয়ে দেন, আগামীকাল ডিভিশন বেঞ্চ বসবে এবং সেখানেই নারদ মামলার শুনানি হবে। যেহেতু বুধবারের বেঞ্চে ইতিমধ্যেই নারদা মামলার শুনানি শুরু হয়ে গেছে, তাই অন্য বেঞ্চে শুনানি শুরু করে লাভ নেই। প্রসঙ্গত, গত বুধবার দুটি বিষয়ে শুনানি চলছিল। একটি হল ধৃত চার রাজনৈতিক নেতার জামিনের স্থগিতাদেশ নিয়ে এবং অন্যটি হলো নিরাপত্তার কথা মাথায় রেখে এই মামলা অন্যত্র সরানো নিয়ে। তবে দ্বিতীয়টি নিয়েই বুধবার সওয়াল-জবাব হয়েছে বলে জানা গেছে।

জামিন মামলার কার্যত শুনানি হয়নি। বৃহস্পতিবার দুপুরের পর এই জামিন মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবারের শুনানি খারিজ হয়ে যাওয়ায় মনে করা হচ্ছে শুক্রবার শুনানি শুরু হলে জামিনের স্থগিতাদেশের মামলাটি নিয়ে সওয়াল জবাব চলবে। তবে আপাতত বন্দিদশাই কাটাতে হবে রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক এবং প্রাক্তন বিরোধী দলনেতাকে। প্রসঙ্গত বলা যায়, নারদা মামলা ক্রমাগত একটি সাসপেন্স থ্রিলারে পরিণত হচ্ছে। একের পর এক নাটকীয় মোড় নারদ মামলাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলছে। পাশাপাশি উত্তেজনার পারদও চড়ছে সমানতালে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!