এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নারদ নিয়ে স্বস্তি মিলছে না শুভেন্দু-মুকুলের, সিবিআই এর বক্তব্য ঘিরে জল্পনা

নারদ নিয়ে স্বস্তি মিলছে না শুভেন্দু-মুকুলের, সিবিআই এর বক্তব্য ঘিরে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃণমূলের পক্ষ থেকে প্রায় প্রতি সময় অভিযোগ করা হয়, বিজেপিতে যোগ দিলেই সবাই ধোয়া তুলসীপাতা হয়ে যায়। এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি ওয়াশিং মেশিনের কাজ করে বলেও মাঝেমধ্যে কটাক্ষ করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের। মুকুল রায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, এমনকি শোভন চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৌমিত্র খাঁ, এই সমস্ত তৃণমূল নেতারা যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন, তখন তাদের বিরুদ্ধে একসময় বিজেপি নেতাদের পক্ষ থেকে তোলা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণরূপে বিলীন হয়ে গিয়েছিল।

স্বাভাবিক ভাবেই বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই কি অভিযোগ সম্পূর্ণরূপে মিলিয়ে যায়; এই প্রশ্ন ছিল তৃণমূলের অন্দরে। সম্প্রতি তৃতীয় বার তৃণমূল কংগ্রেসের সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরই নারদ কান্ড নিয়ে তৎপরতা শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মন্ত্রিসভা গঠনের কিছুদিনের মধ্যেই গ্রেফতার করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য সুব্রত মুখোপাধ্যায়, এবং ফিরহাদ হাকিমকে। এছাড়াও গ্রেপ্তার করা হয় তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে।

আর নারদ কান্ডে এই ধরনের তৃণমূল নেতা, মন্ত্রীদের গ্রেপ্তার করা হলেও সেই ভিডিও ফুটেজ দেখতে পাওয়া মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হল না! তা নিয়ে প্রথম দিন থেকে প্রশ্ন তুলতে শুরু করে তৃণমূল কংগ্রেস। আর বর্তমানের সেই প্রশ্নকে সামনে রেখেই সিবিআই বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ ঘাসফুল শিবিরের নেতাদের। এমনকি তৃণমূলের সেই প্রশ্ন বিশেষজ্ঞদের একাংশের মনেও দানা বাঁধতে শুরু করে।

সত্যিই তো তাই! আইন যদি সকলের জন্য সমান হয়, তাহলে নারদ কান্ডের ভিডিও ফুটেজ দেখতে পাওয়া মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? তবে বর্তমানে বিজেপি বিধায়ক এবং বিজেপির বিরোধী দলনেতা মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে তাৎপর্যপূর্ণ বিবৃতি দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরই বিজেপিতে যোগ দেওয়ার কারণে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী সম্পূর্ণরূপে ছাড় পেয়ে গেলেন বলে প্রশ্ন তোলা হয়। এমনকি আদালতেও এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে হাতিয়ার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে সম্পূর্ণরূপে বিজেপির হয়ে কাজ করছে, তা বোঝানোর চেষ্টা শুরু করে দেয়।

কিন্তু মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ছাড় দিতে শুরু করেছে বলে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হলেও, এই দুইজনের বিরুদ্ধে যে তদন্ত চলবে, তা জানিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নারদ কান্ডে ভিডিও ফুটেজে সেই সময়ে তৃণমূলের অনেক সাংসদ, নেতা, মন্ত্রীদের টাকা নিতে দেখা গিয়েছিল। যার মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারী।

বর্তমানে তিনি বিজেপির রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। কিন্তু সেই সময় তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। একইভাবে সেই সময় তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন মুকুল রায়। যিনি বর্তমানে বিজেপির অন্যতম বিধায়ক। তবে শুভেন্দু অধিকারীকে সেই ভিডিও ফুটেজে টাকা নিতে দেখা গেলেও মুকুল রায়কে কোনো রকম টাকা নিতে দেখা যায়নি। তবে যখন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য গ্রেপ্তার হলেন, তখন থেকেই তৃণমূলের পক্ষ থেকে শুধুমাত্র বিজেপিতে যোগ দেওয়ার কারণেই এই দুই নেতাকে সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাবি করা হয়।

তবে শাসকদলের সেই দাবিকে প্রথম থেকেই নস্যাৎ করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারা নিজেদের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, আইন আইনের পথে চলবে। আর এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত যে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে সম্পূর্ণরূপে ক্লিনচিট দেওয়া হয়নি, তা কার্যত পরিষ্কার হয়ে গেল। যেখানে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলবে বলে জানিয়ে দিল সিবিআই।

স্বাভাবিক ভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি নিজেদের কথা মত কাজ করে, তাহলে তৃণমূলের কাছে এটা যেমন বাড়তি অক্সিজেন, ঠিক তেমনই বিজেপির কাছে তা যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!