এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা-আমপানের পর এবার নতুন বিপদ ভারতের মাথায়! নাসার স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর তথ্য!

করোনা-আমপানের পর এবার নতুন বিপদ ভারতের মাথায়! নাসার স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর তথ্য!


চলতি বছরের শুরু থেকেই একের পর এক ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতবর্ষ। সমালোচকদের ধারণা অনুযায়ী বারংবার নানাভাবে ক্ষতবিক্ষত হচ্ছে আমাদের দেশ ভারত। বিশ্বজুড়ে করোনা‌ সংক্রমণ ভারতেও থাবা বসিয়েছে। বর্তমানে এই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে করোনা সংক্রমণের নিরিখে ভারত বর্ষ এখন নবমতম দেশ। করোনা সংক্রমণে যখন বিপর্যস্ত গোটা দেশ তারই মধ্যে এদেশের পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে সুপার সাইক্লোন আমফান তার তান্ডব লীলা চালিয়ে চলে গেল।

কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা বাংলা। এছাড়াও সম্প্রতি দেশে হানা দিয়েছে পঙ্গপালের দল। অন্যদিকে আসাম মর্মান্তিক ভাবে বন্যার কবলে পড়ে বিধ্বস্ত। গত কয়েক মাস ধরে একের পর এক আঘাত আসছে ভারতবর্ষের ওপর। এরইমধ্যে নাসার স্যাটেলাইট ছবিতে ধরা পরল ভারতবর্ষের কিছু ভয়ংকর ছবি। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা সম্প্রতি উপগ্রহ চিত্রের মাধ্যমে ভারতবর্ষের কিছু ছবি তুলেছিল।

তাতে দেখা যাচ্ছে গত কয়েক মাসে ভারতবর্ষের তাপমাত্রা অত্যধিক হারে বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর মারফত জানা গেছে উপগ্রহ চিত্রে ভারতবর্ষকে দেখে মনে হচ্ছে যেন কেউ লাল হলুদ চাদর ভারতের ম্যাপের উপর বিছিয়ে দিয়েছে। মূলত উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে এমন চিত্র পরিলক্ষিত হয়েছে। নাসার উপগ্রহ চিত্র অনুযায়ী জানা গেছে ২৭ শে এপ্রিল থেকে ২৭ শে মে পর্যন্ত এই লাল হলুদ একটি আভা অত্যন্ত প্রকটভাবে পরিলক্ষিত হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে এই তাপমাত্রা এতটাই বেশি ছিল যে গত মঙ্গলবার রাজস্থানের চুরুতে সর্বোচ্চ তাপমাত্রা হয় ৫০ ডিগ্রী সেলসিয়াস। যা তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে গত ১০ বছরে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রার নিরিখে এবছর রেকর্ড করলো রাজস্থানের চুরু। জানা গেছে গত পাঁচ দিনে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকার সহ দিল্লিতে তাপমাত্রা গড়ে ৪৭ ডিগ্রীর বেশি ছিল। আবহাওয়া দফতর থেকে প্রাপ্ত সূত্র অনুযায়ী পাঞ্জাব, চন্ডিগড়, হরিয়ানা, দিল্লির মত এলাকায় ৬.৫ ডিগ্রির বেশি পারদ থাকবে।

জানা গেছে গঙ্গানগর, আগরা, ঝাঁসি, খাজুরাহো, নাগপুর, অকোলা, গোয়ালিয়ার, পালাম, বিলাসপুর, রায়পুর, মেডাক, হায়দরাবাদ, চন্ডিগড়ের মতো বিস্তীর্ণ এলাকায় হুহু করে পারদ চড়বে। আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী উত্তরবঙ্গের জেলাগুলিতে ০.৫ থেকে ১° তাপমাত্রা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া,বাঁকুড়া,বীরভূম,পশ্চিম বর্ধমান ইত্যাদি এলাকাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে।

এমনকি জানা গেছে উত্তরাখন্ড,হিমাচলপ্রদেশ,অরুণাচল প্রদেশ,পশ্চিম রাজস্থান ইত্যাদি এলাকাতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি থাকবে। অন্যান্য বছরের তুলনায় গ্রীষ্মের তাপপ্রবাহের প্রকোপ এই বছর সমতলভূমি ও পার্বত্য ভূমিতে যথেষ্ট বেশি থাকবে বলে জানিয়েছেন আঞ্চলিক পূর্বাভাস ইউনিটের প্রধান ডক্টর কুলদীপ শ্রীবাস্তব।এমনকি তিনি জানিয়েছেন হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ এবং পশ্চিম রাজস্থানের মতো এলাকায় তিন মাসের গড় তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থেকে এক ডিগ্রি বেশি হতে পারে।

জানা গেছে নাসার স্যাটেলাইট ছবির পরিপ্রেক্ষিতে সমালোচকরা মনে করছেন ভারতবর্ষের নরম শরীরে কে যেন ছুরি-কাঁচি চালিয়ে ভারতবর্ষে ক্ষত-বিক্ষত করে তুলছে। এমনিতেই করোনা-আমপানের জ্বালায় জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তারই মাঝে চিন্তা বাড়াচ্ছিল পঙ্গপালের ঢেউ। কিন্তু এর মাঝেই যদি ভারতকে ‘হিট ওয়েভ’ ধাক্কা দেয় – তাহলে কার্যত বিপর্যস্ত হয়ে পড়বে জনজীবন। এমনিতে লকডাউন চলায়, দূষণের মাত্রা কমছিল। ফলে, অনেকেই মনে করছিলেন – অন্তত প্রাকৃতিক বিপর্যয় এড়ানো যাবে। কিন্তু, নাসার স্যাটেলাইট ছবি নতুন করে দুঃস্বপ্ন বাড়ালো ভারতের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!