এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > জাতীয় পতাকার উপর বসে পেঁয়াজ কাটায় গ্রেপ্তার হলেন সিভিক ভলান্টিয়ার

জাতীয় পতাকার উপর বসে পেঁয়াজ কাটায় গ্রেপ্তার হলেন সিভিক ভলান্টিয়ার


এবার আইনের রক্ষা কর্তাদের বিরুদ্ধেই উঠল আইন ভঙ্গের অভিযোগ। সূত্রের খবর, সম্প্রতি মাধবডিহি এলাকায় জাতীয় পতাকার উপর বসে পেয়াজ কাটছিলেন এক সিভিক ভলান্টিয়ার। আর এই গোটা বিস্ফোরক দৃশ্যটি ভিডিও করেন এক ব্যক্তি। আর এরপরই 40 সেকেন্ডের এই ভিডিও ক্লিপিংসটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয় রাজ্য জুড়ে। আর এরপরই খোঁজখবর নিয়ে জানা যায় যে, ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এর নাম আব্দুল করিম শাহানা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 18 সেপ্টেম্বর সুবলদহ বাসস্ট্যান্ডে একটি চায়ের দোকানে সে কয়েকজনের সঙ্গে পিকনিক করার সময় জাতীয় পতাকার উপর বসে পেঁয়াজ কাটে। আর এই ঘটনা নজরে আসতেই পদক্ষেপ করে পুলিশ প্রশাসন। গত রবিবারই সুবলদহ গ্রামের নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। এদিকে সোমবারই ধৃতকে বর্ধমান আদালতে তোলা হলে ধৃতের আইনজীবী মলয় মুখোপাধ্যায় ঘটনাটিকে অন্যায় বললেও মানবিক কারণে সেই সিভিক ভলান্টিয়ার এর জামিন চাওয়ার পক্ষে সওয়াল করেছেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

অন্যদিকে গোটা ঘটনায় সরকারি আইনজীবী অতীন হালদার ধৃতের জামিনের প্রবল বিরোধিতা করেন। আর সবপক্ষের কথা শুনে ধৃত সিভিক ভলান্টিয়ারের উদ্দেশ্যে বিচারক রঞ্জিনী কাশ্যপ বলেন, “এটা গর্হিত কাজ। সিভিক ভলান্টিয়ারের এধরনের কাজ করা কোনমতেই উচিত হয়নি।” পাশাপাশি দেড় হাজার টাকা বন্ডে ধৃতের জামিন মঞ্জুর করেন তিনি। তবে জামিন পেলেও একজন পুলিশ কর্মী এধরনের কাজ কিভাবে করলেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!