ন্যাশনাল এক্সপ্রেস – সারা দেশে জাতীয় ক্ষেত্রে কি হচ্ছে দেখে নিন একনজরে জাতীয় June 10, 2019 ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে নানা ঘটনা। দিনের শুরুতেই সেই সমস্ত ঘটনার আপডেট একনজরে। জেনে নিন ভারতের বিভিন্ন প্রান্তে কোথায় কি ঘটছে – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ১. বেশ কয়কটি রাজ্যের রাজ্যপাল বদলের জল্পনা শুরু ২. রাহুল গান্ধীর বিকল্প খুঁজতে নাম উঠছে সনিয়া গান্ধীরও ৩. জন্মানোর পরে রাহুলকে প্রথম কোলে নেন তিনি দাবি কেরালার নার্স রাজাম্মার ৪. সারা দেশে মাত্র ৩ টি আসন কেন! তিন মাসে কারণ খুঁজবে সিপিএম ৫. তৃণমূল প্রসঙ্গে দলের কাছে ব্যাখ্যা দিতে হল না প্রশান্ত কিশোরকে ৬. দরখাস্তের গোছা দুই দলের কর্মীদের থেকেই, রাহুল-সিপিএম কথা শুরু জোট প্রসঙ্গে ৭. নীতি থেকে সরে যাচ্ছে দল, চিঠি ভিএস অচ্যুতানন্দের ৮. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘মানহানি’ করার দায়ে ফাটকে সাংবাদিক সহ ২ চ্যানেল কর্তাও ৯. অবসরের বয়স নিয়ে জটিলতা বাড়ল চার কেন্দ্রীয় বাহিনীতে ১০. এবার ভারতীয় রেলের জনসংযোগ যেতে পারে বেসরকারি হাতে, বাড়ছে জল্পনা ১১. ত্রিপুরায় উচ্চ মাধ্যমিকে সফল দুই চাকুরে ছেলের মা ১২. আলিগড়ে নিহতের বাড়ি যেতে নিষেধাজ্ঞা, নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার ৫ ১২. বিজেপির উপর চাপ বাড়িয়ে জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার জানালেন, জোট শুধু বিহারেই! ১৩. বিজেপির মুখপাত্র অশোক সিনহা জানান, রোজভ্যালি চিটফান্ডের মামলাগুলির তদন্ত করার জন্যে রাজ্য সরকার সিবিআইকে চিঠি দিয়েছে ১৪. আতঙ্ক রাজধানীতে! দিল্লিতে সাংবাদিকদের গাড়িতে গুলি দুষ্কৃতীদের ১৫. রাস্তা না-থাকার জেরে ফের রোগীর মৃত্যু হল গুয়াহাটির লখিমপুরে আপনার মতামত জানান -