ন্যাশনাল এক্সপ্রেস – সারা দেশে জাতীয় ক্ষেত্রে কি হচ্ছে দেখে নিন একনজরে জাতীয় June 11, 2019 ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে নানা ঘটনা। দিনের শুরুতেই সেই সমস্ত ঘটনার আপডেট একনজরে। জেনে নিন ভারতের বিভিন্ন প্রান্তে কোথায় কি ঘটছে – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ১. জম্মুর কাঠুয়ায় যাযাবর বকরওয়াল সম্প্রদায়ের বালিকার গণধর্ষণ ও খুনের মামলার রায়ে সন্তুষ্ট নন বালিকার বাবা-মা ও সরকারি আইনজীবীরা, তাঁরা চান অভিযুক্তদের ফাঁসি হোক ২. কয়লা, বালি, পাথর চুরির খবর মেলে অহরহ – এ বার আসানসোলে জল চুরির ঘটনা সামনে এল, তাও সরকারি প্রকল্পের জল! ৩. দেশদ্রোহী তকমাও পেয়েছি, আজ লড়াই সার্থক – দীপিকা সিংহ (রাজাওয়াত কাঠুয়া মামলার আইনজীবী) ৪. কংগ্রেসের সভাপতি পদে রাহুল গাঁধী থাকবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি, তার মধ্যেই দিল্লিতে তাঁর বাংলো খালি করাতে তোড়জোড় শুরু করল লোকসভার সচিবালয় ৫. মধ্যপ্রদেশ হাইকোর্টের মূল ভবনে আগুন লাগে কাল বিকেলে, সমস্ত পুরোনো আসবাব পুড়ে ছারখার ৬. ক্ষমতাসীন বিজেপিকেই মানুষ যে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, তার কৃতিত্ব সরকারি আমলাদের দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতরে গিয়ে তাঁরা দেখা করবেন না, বরং মুখ্যমন্ত্রী তাঁদের বাড়ি এসে দেখা করুন – এমনই দাবি আলিগড়ে খুন হওয়া শিশুকন্যার বাবা ৮. রেকর্ড গরম দিল্লিতে, তাপপ্রবাহের সতর্কতা এ রাজ্যেও, কলকাতায় তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি ৯. স্মার্টফোনে লুডো খেলা নিয়ে ঝামেলা! বেঙ্গালুরুতে বন্ধুর হাতে খুন বাংলার যুবক ১০. পে-কমিশন নিয়ে সরকারি কর্মচারীদের আশার বাণী শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মতামত জানান -