ন্যাশনাল এক্সপ্রেস – সারা দেশে জাতীয় ক্ষেত্রে কি হচ্ছে দেখে নিন একনজরে জাতীয় June 18, 2019 ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে নানা ঘটনা। দিনের শুরুতেই সেই সমস্ত ঘটনার আপডেট একনজরে। জেনে নিন ভারতের বিভিন্ন প্রান্তে কোথায় কি ঘটছে – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ১. ডাক্তারদের আন্দোলনে সবথেকে বেশি প্রভাব মোদী-শাহের নিজের রাজ্য গুজরাতেই, সেখানে প্রায় ২৮ হাজার ডাক্তার গতকাল কর্মবিরতিতে অংশ নেন। ২. পাক বার্তার পরেই হানা পুলওয়ামায়, সংঘর্ষে নিহত মেজর, সীমান্তে বাড়ছে উত্তেজনা ৩. হঠাৎ জয় শ্রীরাম ধ্বনি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীর সাংসদ হিসাবে শপথে ৪. এবার শিখ-নিগ্রহের অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা পুলিশের বিরুদ্ধে ৫. সংসদে সাধ্বী প্রজ্ঞার নামে বদল নিয়ে সাংবাদিকদের সামনে সরব হলেন সনিয়া-রাহুল ৬. আইএস হামলার ভুয়ো হুমকি মুম্বইয়ের মলে – পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে মুম্বইয়ের এক জনপ্রিয় শপিংমলের এক তলা ও দোতলায় বেশ কিছু লিফলেট উদ্ধার হয়। যেখানে সন্ত্রাসবাদী হামলার হুমকি দিয়ে লেখা ছিল – আইএস আসছে, স্লিপার সেল সক্রিয়! ৭. গৌতমকে সরাবে কংগ্রেস, অভিযোগ-লোকসভা ভোটে বরাক উপত্যকার দুই আসনে কংগ্রেস হেরেছে জেনে দলের দাপুটে নেতা গৌতম রায় মিষ্টি বিলিয়েছিলেন বিজেপির জয়ে। ৮. তাৎপর্যপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত বিজেপির। জগৎপ্রকাশ নাড্ডাকে কার্যকরী সভাপতি করল দেশের শাসক দল। স্পষ্ট হয়ে গেল যে, সভাপতি পদ থেকে সরছেন না অমিত শাহ। ৯. বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ল দিল্লির তরুণী ১০. সংখ্যা নিয়ে ভাববেন না, আপনাদের মতামতের মূল্য রয়েছে, বিরোধীদের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১. আবর্জনাস্তুপে পড়ে থাকা কন্যা সন্তানকে দত্তক নিলেন রাজস্থানের এক সাংবাদিক দম্পতি ১২. টিকটকে ভাল ভিডিয়ো বানাতে এক যুবক এক ব্যক্তির আইফোন চুরি করেছিলেন । সেই চুরির দায়ে শনিবার রাতে তাঁকে গ্রেফতার করল পূর্ব দিল্লির প্রীত বিহার পুলিশ ১৩. ক্রেতাদের সঙ্গে যৌন সম্পর্কে নারাজ, হায়দরাবাদে নগ্ন করে পেটানো হল বার ডান্সারকে আপনার মতামত জানান -