এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নতুন বছরে আবার রাজ্য ও রাজ্যপাল সংঘাত। রাজ্য সরকারকে একহাত নিলেন রাজ্যপাল

নতুন বছরে আবার রাজ্য ও রাজ্যপাল সংঘাত। রাজ্য সরকারকে একহাত নিলেন রাজ্যপাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক যে মধুর নয়, তা আর বলার অপেক্ষা রাখে না। রাজ্যের দায়িত্বভার গ্রহণের পর থেকেই একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে বারবার অভিযুক্ত ও সতর্ক করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের পুলিশি ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা সমস্ত কিছু নিয়ে রাজ্যপাল বারবার সরব হয়েছেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে আগামী বিধানসভা নির্বাচন বিষয়ে বিশেষ আশংকা প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পুলিশ ও প্রশাসন ব্যবস্থাকে নিয়ে। শাসকদল তৃণমূল পক্ষ থেকে জানানো হলো যে, রাজ্যপাল অকারণ রাজনীতি করছেন, অকারণ কুৎসা রটাচ্ছেন তৃণমূলের প্রতি।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যপাল বারবার রাজ্য সরকারকে অভিযুক্ত করেছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। দুদিন আগেই রাজ্যপালকে অপসারণের দাবি জানিয়েছিলেন জনৈক তৃণমূল সাংসদ। যে দাবিকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। তবে, কোনো রাজনৈতিক দলের দাবিতে রাজ্যপালকে অপসারণ করা আদৌ সম্ভব কিনা? তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল পুরুলিয়াতে পুলিশের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। অনুষ্ঠানের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল।
সেখানেই রাজ্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি। রাজ্যপাল জানালেন যে, চারদিকে এখন একটিই আলোচনা চলছে, যা হলো পশ্চিমবঙ্গের আগামী নির্বাচন হবে রক্তস্নাত। রাজ্যপাল জানালেন, পুলিশ, প্রশাসনকে রাজনীতি মুক্ত হয়ে কাজ করা প্রয়োজন, তা যদি না হয়, তবে কুঠারাঘাত করা হবে গণতন্ত্রের।

এরপর গতকাল রাজ্যপাল এক টুইট করেছেন। টুইটে ব্যারাকপুর কমিশনারেট এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। রাজ্যপাল লিখেছেন যে, অপূর্ব মন্ডল নামে জনৈক ইন্সপেক্টর মামলা দায়ের করার কারণ জানতে চেয়ে জনৈক ব্যক্তিকে থানায় ডেকে পাঠিয়েছেন। এই ঘটনা সম্পর্কে ডিজিপির কাছে জবাব চেয়েও কোনো সদ উত্তর পাওয়া যায়নি।

এভাবে, গতকাল রাজ্যের বিরুদ্ধে রাজ্যপালের একাধিক বক্তব্যের পর তার প্রতিক্রিয়া জানালো রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানালেন যে, রাজ্যপাল নিজের দলকে প্ররোচনা দিয়ে ভোটকে হিংসাত্মক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই প্লট রাজ্যপাল জানেন, তাই তার পূর্বভাস দিতে চাইছেন তিনি। পক্ষান্তরে, তৃণমূল শান্তিপূর্ণ ও উন্নয়নে নিরিখে ভোট করাতে ইচ্ছুক। রাজ্যপাল সম্পর্কে তিনি অভিযোগ করলেন যে, রাজ্যপাল অকারণে কুৎসা রটাচ্ছেন ও রাজনীতি করছেন। এভাবেই নতুন বছর শুরু হলো রাজ্য ও রাজ্যপালের সংঘাতকে ঘিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!