এখন পড়ছেন
হোম > অন্যান্য > আইপিএলের শুরুর মুখে এ কোন নতুন বিতর্কে জড়ালেন জাতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক? তীব্র জল্পনা ক্রিকেট মহলে

আইপিএলের শুরুর মুখে এ কোন নতুন বিতর্কে জড়ালেন জাতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক? তীব্র জল্পনা ক্রিকেট মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- সব উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হচ্ছে আইপিএল। ইতিমধ্যেই ভারতের ক্রিকেটপ্রেমী মহল বহু প্রতীক্ষিত এই খেলা দেখতে টিভির পর্দায় চোখ রেখে বসে পড়েছেন হয়তো। আজকের আইপিএলে প্রথমেই চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা। যারা আইপিএল টুর্নামেন্টে নিজেদের নিজেদের স্বমহিমায় প্রতিষ্ঠা করেছেন, সেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে প্রস্তুত দেশবাসী। তবে এরই মধ্যে উঠে আসলো মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নতুন বিতর্ক। আর খেলা শুরুর আগের মুহূর্তে যা কিনা স্বভাবতই মন খারাপ করেছে সিএসকে অনুরাগীদের।

সম্প্রতি জানা যায়, oppo এর সঙ্গে একটি নতুন বিজ্ঞাপন প্রচারে যুক্ত হয়েছেন, দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম। তিনি oppo এর সঙ্গে যে বিজ্ঞাপনটি করেছেন সেটির নাম “বি দ্য ইনফাইনাইট”। গত ১৭ই সেপ্টেম্বর oppo এর তরফ থেকে একটি টুইট করে বলা হয়, সম্প্রতি ক্রিকেট মাঠে যাঁকে দেশবাসী মিস করেন, সেই ধোনিকে অনুপ্রাণিত করতে দেখা যাবে বিশ্ববাসীকে। এছাড়া সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে তিনি নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবেন। তাই ২৪শে সেপ্টেম্বরের জন্য দেশবাসীকে তৈরি থাকতে বলা হচ্ছে। শুধু টুইট ই নয়, সংস্থার তরফ থেকে এর সঙ্গে একটি ভিডিও দেখা যায়, যেখানে উপস্থিত ছিলেন মাহি স্বয়ং এবং এই সমস্ত কিছুর পরে তাঁকে নিজের প্রতিক্রিয়া জানাতেও দেখা যায়। আর এখানেই শুরু হয় সমস্যা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি প্রশ্ন ওঠে চীনের সঙ্গে ভারতের এমন সম্পর্কের পরে ধোনি কিভাবে oppo এর সঙ্গে এমন চুক্তি করতে পারেন? কারণ কিছু মাস ধরে লাদাখ সীমান্তে ভারত চীন সম্পর্ক নিয়ে যেভাবে সারা দেশের আবহাওয়া উত্তপ্ত হয়েছিল, তাতে মাহির উচিত ছিল চীনের সঙ্গে কোনো সম্পর্ক না রাখা। উল্টে কিভাবে তিনি এমন চুক্তি স্বাক্ষরিত করলেন সে কথাই ভেবে অবাক হচ্ছেন নেটজনতা। কারণ দেশবাসীর কাছে শুধু তিনি একজন ক্রিকেটারই নন, তিনি সেনার সান্মানিক লেফটেন্যান্টও বটে। তাঁর প্রতি দেশবাসীর একটা আলাদা শ্রদ্ধা রয়েছে।

অন্যদিকে ভারতের ডিজিটাল স্ট্রাইকের দরুন ২০০ টিরও বেশি চিনা অ্যাপ ব্যান হয়ে যাওয়ার পরে ভিভো নিজে থেকেই সরে দাঁড়িয়েছে এবছরের আইপিএলে স্পনসর্শিপ থেকে। এতোদিন ধরে এতো ঘটনা হওয়ার পরেও ধোনির এহেন আচরণ ভাবাচ্ছে ক্রিকেটপ্রেমীদের। এদিন সংস্থার তরফে এই টুইট করার পরেই তা ভাইরাল হতে শুরু করে। অনেকেই এ নিয়ে নানা প্রশ্ন তোলেন। কিছু মানুষের কথায় ধোনির এহেন কাজে লজ্জা হওয়া উচিত। তাঁর প্রতি এই কাজের পর শ্রদ্ধা রাখা কঠিন হয়ে যায়। কারণ একদিকে যেমন তাঁর বায়োপিকে অভিনয় করা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তিনি একটাও কথা বলেননি, তেমনই বর্তমানে যেভাবে তিনি পয়সার জন্য দেশের মান সম্মান জলাঞ্জলি দিতে উদ্যোগী হয়েছেন তাতে তার প্রতি সম্মান রাখা খুবই কঠিন। তবে বলতে গেলে এবছর আইপিএল খেলার শুরু থেকেই সময়টা সিএসকে দলের জন্য ভালো যাচ্ছে না। অনেক বাধা বিপত্তি কাটিয়ে আইপিএলে খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে এরই মধ্যে এমন এক বিতর্ক কিভাবে সামাল দেন ক্যাপ্টেন কুল, সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!