এখন পড়ছেন
হোম > অন্যান্য > নতুন বছরে সিনেমাপ্রেমীদের মন জয় করতে আসছে পরিচালক সপ্তস্ব বসুর থ্রিলার “প্রতিদ্বন্দ্বী”।

নতুন বছরে সিনেমাপ্রেমীদের মন জয় করতে আসছে পরিচালক সপ্তস্ব বসুর থ্রিলার “প্রতিদ্বন্দ্বী”।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ট্রেলার লঞ্চ করেই ঝড় তুলেছিল পরিচালক সপ্তস্ব বসুর থ্রিলার “প্রতিদ্বন্দ্বী”। স্টার মিডিয়া ভেঞ্চারস, প্রত্যুষ প্রোডাকশন এবং নিও স্টুডিওসের প্রযোজনার এই ছবি তৈরির খবর জানা যায় কিছুদিন আগে। সেইসঙ্গে আগামী বছরের গোড়াতেই এই ছবি মুক্তি পাচ্ছে বলেও জানা গিয়েছিল। তাই নতুন বছরের শুরুতে থ্রিলার দেখায় অপেক্ষায় রয়েছে শহরবাসী।

ছবিটিতে সংগীত পরিচালনা করেছেন রাজ ডি এবং প্রতীক কুন্ডু, ব্যাকগ্রাউন্ড সংগীত পরিচালনা করেছেন ডাব্বু। কিছুদিন আগে চলচ্চিত্র নির্মাতা সপ্তস্ব বসু সাউথ সিটি মলের লর্ড অফ দ ড্রিঙ্কস-এ তাঁর “প্রতিদ্বন্দ্বী”-র ট্রেলার লঞ্চ করেন। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ, সায়নী ঘোষ, রিনি ঘোষ এবং মাহি করকে। ফলে স্বভাবতই ছবিটি নিয়ে মানুষের মনে উত্তেজনা রয়েছে বলেই জানা গেছে।

সেইসঙ্গে এদিন ছবির ট্রেলার লঞ্চ করার সময় এরা সকলেই উপস্থিত থাকতে দেখা যায়। বস্তুত, এই ছবি সপ্তস্ব বসুর পরিচালিত দ্বিতীয় সিনেমা। তবে তাঁর প্রথম ফিচার ফিল্ম “নেটওয়ার্ক” সমালোচকদের দ্বারা আগেও প্রশংসিত হয়েছিল। তাই এবার এই ছবির জন্য অনুরাগীদের আশা একটু বেশি রয়েছে বলেই জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, “প্রতিদ্বন্দ্বী” বস্তুত, দু’জন মহারথীর একে অপরের বিরুদ্ধে লড়াই-এর গল্প। সেখানে দুজনে দুজনকে বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য প্রস্তুত । সেইসঙ্গে এই ফিল্মটি একটি একটি থ্রিলার যেমন হওয়া উচিত, ঠিক তেমনি এই ছবিটিও গায়ে কাঁটা দেওয়ার মতো দৃশ্যে ভরপুর বলেই জানা গেছে। তবে এর সঙ্গে অবশ্যই টানটান উত্তেজনা।

অন্যদিকে, পরিচালকের তরফে জানা গেছে, এই ছবির মূল ভাবনা হল আধুনিক দুনিয়া নিয়ে। যেখানে বাস্তবে বেশিরভাগ মানুষের উপরই আস্থা রাখা মুশকিল এবং কাউকে পুরোপুরি ভরসা করা সহজ নয়। এমন পরিস্থিতিতে সবাইকে একে অপরের প্রতিপক্ষ বা “প্রতিদ্বন্দ্বী” হিসাবে বিবেচনা করাই মানুষের স্বাভাবিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।

সেইসঙ্গে এই কাজের মাধ্যমে তাঁরা সত্যজিৎ রায়ের কলকাতা ট্রিলজিকে শ্রদ্ধা জানাতে চান বলেও জানান হয়েছে। সেইসঙ্গে স্বাভাবিকভাবেই কাজের মান যাতে বজায় রাখা যায় তার জন্য সম্পূর্ণরূপে তাঁরা চেষ্টা করেছিলেন বলেও জানান পরিচালক। তাই আপাতত আগামী বছর ১লা জানুয়ারীতে বড় পর্দায় এই ছবি আসা নিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে ছবিপ্রেমীদের মনে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!