এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫। জানুন বিস্তারিত

করোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা নিয়ে মানুষ একটু স্বস্তির নিশ্বাস ফেলতে না ফেলতেই, নতুন আতঙ্ক সৃষ্টি করতে হাজির হয়েছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন। যদিও ব্রিটেনেই সবচেয়ে বেশি থাবা বসিয়েছে এই নতুন ধারার ভাইরাস, তবুও স্বভাবতই এই নতুন ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান করোনা ভাইরাস আগের থেকে ৭০% বেশি সংক্রমক।

দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়াতেও এরকম অতি সংক্রমক করোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে। ব্রিটেন ফেরত বহু মানুষের মধ্যে, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এই নতুন স্ট্রেনের নমুনা ইতিমধ্যে পাওয়া গেছে। এতদিন সেখানে জানা গিয়েছিল সেই করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৪ জন। তবে কালকের তা বেড়ে দাঁড়ায় ২০ জনে। জানা যায়, এদের মধ্যে দিল্লির এনসিডিসি থেকে আটটি নমুনা করোনা পরীক্ষায় ইতিবাচক হয়েছে বলে জানা যায়।

সেখানে বেঙ্গালুরুর এনআইএমএইচএনএস থেকে সাতটি, হায়দরাবাদের সিসিএমবি থেকে দুটি, কলকাতার এনআইবিজি কল্যাণীর একটি, পুনের এনআইভির একটি এবং আইজিআইবি দিল্লির একটি নমুনা পরীক্ষা করা হয়েছিল। তবে আজকের জানা গেছে, সেখানে নতুন করোনা স্ট্রেনে আক্রান্ত হয়েছেন আরো ৫ জন। ফলত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা এনআইভি, পুনেতে চারটি এবং ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি, দিল্লিতে একটি নতুন করোনা কেস পাওয়া গেছে বলে জানা গেছে। সেইসঙ্গে এদের প্রত্যেককেই আইসোলেশানে রাখা হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রক। অন্যদিকে, জানুয়ারি মাস থেকেই দেশ ব্যাপী টিকাকরণ শুরু করার কথা মাথায় রেখে দুদিন ব্যাপী করোনা ভাইরাসের টিকাকরণ প্রোগ্রামের মহড়া চালানো হয়। সেখানে

পাঞ্জাব, আসাম, অন্ধ্রপ্রদেশ এবং গুজরাট এই চার রাজ্য করোনা ভাইরাসের টিকাকরণ প্রোগ্রামের “ড্রাই রান” এ অংশগ্রহণ করে। তবে যেভাবে করোনা নতুন স্ট্রেন ছড়িয়ে পড়ছে, তাতে ভ্যাকসিন যত শীঘ্র আসে ততই মঙ্গল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, নতুন স্ট্রেনের ওপর তা বিশেষ কার্যকর হবে কিনা, সেই নিয়েও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!