এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নতুন দায়িত্ব পাওয়ার পরেই করোনার ছোবলে তীব্রভাবে কাবু মমতার হেভিওয়েট মন্ত্রী! ফোন খোদ মমতার

নতুন দায়িত্ব পাওয়ার পরেই করোনার ছোবলে তীব্রভাবে কাবু মমতার হেভিওয়েট মন্ত্রী! ফোন খোদ মমতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। করোনা ব্যাপকভাবে থাবা বিস্তার করেছে রাজনৈতিক মহলে। একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব করোনা আক্রান্ত হতে শুরু করেছেন। বিধানসভা নির্বাচনের পূর্বেই করোনা আক্রান্ত হয়েছিলেন মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের নবনিযুক্ত খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

করোনা থেকে সদ্য মুক্তিলাভের পর দপ্তরের কাজ কর্ম দেখভাল করতে গিয়েছিলেন মন্ত্রী। তবে, আবার তিনি অসুস্থ হয়ে পড়েছেন। করোনার ধাক্কা যথেষ্ট দুর্বল করে দিয়েছে খাদ্যমন্ত্রীকে। তাঁর অসুস্থতার খবর পেয়ে দ্রুত তাঁর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসের শেষ দিকে করোনা আক্রান্ত হয়েছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

অসুস্থ হয়ে বেশ কিছুদিন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর করোনা মুক্ত হলেও শারীরিক দুর্বলতার কারণে সশরীরে না গিয়ে ভার্চুয়াল ভাবে মন্ত্রিসভার শপথ গ্রহণ করেছিলেন তিনি। তবে, গত বুধবার খাদ্য ভবনে একাধিক আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক চলে। খাদ্য দপ্তরের কাজের ফিরিস্তি নিয়েই খোঁজ খবর নিয়েছিলেন খাদ্যমন্ত্রী।

কিন্তু সেদিন বিকেলেই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ হয়ে যাবার পর খাদ্যমন্ত্রীকে একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চলে খাদ্যমন্ত্রীর। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। যার ফলে তিনি শারীরিকভাবে দুর্বল। বারবার কাশি হচ্ছে বলে কথা বলতে সমস্যা হচ্ছে তাঁর। এই অবস্থায় আরো দশ দিন তাঁকে বিশ্রাম, ঔষধ, পথ্য গ্রহন, ডাক্তারের দেখাশোনায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের অসুস্থ হওয়ার খবর জানতে পেরেই ফোন করে তাঁর খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ মিনিট তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। খাদ্য দপ্তরের বেশ কিছু বিষয় নিয়েও তাঁর সঙ্গে তিনি কথা বলেছেন। প্রসঙ্গত খাদ্য দপ্তরের দায়িত্ব পাওয়ার পরই আবার অসুস্থ হয়ে পড়লেন সদ্য করোনামুক্ত খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এদিকে আগামী ১৭ ই মে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।

এই বৈঠকে খাদ্য দপ্তরের সমস্ত রিপোর্ট দাখিল করতে হবে তাঁকে মুখ্যমন্ত্রীর সামনে। খাদ্য দপ্তরের শেষ কাজের রিপোর্ট দাখিল করতে হবে তাঁর মুখ্যমন্ত্রীকে। আর তার পূর্বেই আবার অসুস্থ হয়ে পড়েছেন খাদ্যমন্ত্রী। মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি উপস্থিত হতে পারবেন কিনা? তা নিয়েও সংশয় শুরু হয়েছে। আর নিজের বিশ্বস্ত সৈনিকের অসুস্থতার খবর পেয়েই দ্রুত তাঁর খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!