এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নতুন করে সামনে আসছে সারদা তদন্ত, নতুন করে ফোকাস লাইটে সুদীপ্ত দেবযানী! বাড়ছে জল্পনা

নতুন করে সামনে আসছে সারদা তদন্ত, নতুন করে ফোকাস লাইটে সুদীপ্ত দেবযানী! বাড়ছে জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারদা মামলায় কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন ওই সংস্থার অন্যতম কর্ত্রী ও অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। আর সেখানে এই মামলার পরবর্তী শুনানির আগেই সেই যৌথ জেরার বন্দোবস্ত হচ্ছে বলেই জানা গেছে। আর এইজন্য মঙ্গলবার এই কেসের শুনানিতে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে যে মামলায় মূল অভিযুক্ত সুদীপ্ত সেন আর দেবযানীকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।

কোর্টের তরফে এই মামলার তদন্তে দীর্ঘসূত্রতার কারণ জানতে চাইলে সিবিআইয়ের আইনজীবী জানান, নিম্ন আদালতে সাক্ষী ও নথিপত্র নিয়ে অনেক সমস্যা রয়েছে। সেখানে এক পদস্থ পুলিশকর্তার জন্য নথিপত্রে গরমিল ঘটেছে বলেও জানান তিনি। সেখানে ‘‘এক্স কমিশনার’’ বা রাজীব কুমারের নাম উল্লেখ করা হয়।

এরপর আট সপ্তাহ পরে এই জামিনের আবেদনের মামলার শুনানি হওয়ার আগেই সুদীপ্ত ও দেবযানীকে মুখোমুখি বসিয়ে সিবিআই জেরা করতে চায় বলে জানা গেছে। সেখানে বিচারপতির তরফে দেবযানীর আইনজীবীদের বলা হয় তাঁদের মক্কেলকে তদন্তে সহযোগিতা করতে হবে। শুধু তাই নয়, সেই সঙ্গে সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে দ্রুত তদন্ত সম্পন্ন করতে হবে বলে জানান হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও এদিন দেবযানীর জামিনের আবেদনের প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, সম্প্রতি সারদা মামলা সংক্রান্ত একটি নতুন ভয়েস রেকর্ড তদন্তকারী সংস্থার হাতে এসেছে। ওই ভয়েস রেকর্ডিং লিপিবদ্ধ করা হয়েছে। আর সেই জন্যই সুদীপ্ত ও দেবযানীকে আবার মুখোমুখি বসিয়ে জেরা করার প্রয়োজন হয়েছে। সেইসঙ্গে কয়েক সপ্তাহের মধ্যেই এই যৌথ জেরা পর্বের আইনি প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান হয়েছে।

সেইসঙ্গে দেবযানী জেরায় সহযোগিতা করেন না বলেই অভিযোগ করেছিলেন সিবিআইয়ের আইনজীবী। যদিও সেখানে দেবযানীর আইনজীবী জানিয়েছেন, ‘‘আমাদের মক্কেল তদন্তে সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও করবেন।” সেখানে তাঁর জামিনের কথা প্রসঙ্গে তাঁর আইনজীবী এই মামলায় অন্যতম অভিযুক্ত কুণালের জামিনে মুক্তির বিষয়টিকে উত্থাপন করেন।

তাঁদের কথায়, দেবযানী সাত বছর ধরে বন্দি। তবু বিচারই শুরু হল না। একই মামলার চার্জশিটে অভিযুক্ত কুণাল ঘোষ যদি জামিন পেতে পারেন, তাহলে তাঁদের মক্কেল কী দোষ করলেন? তাঁর কথায়, “এই মামলায় কয়েক বছর আগেই কুণালবাবুর জামিন মঞ্জুর হয়েছে। অথচ কুণালবাবুর থেকে বেশি দিন জেল হেফাজতে রয়েছেন দেবযানী।”

সেখানে সিবিআই এর আইনজীবীর তরফে বলা হয়েছে, কুণালবাবু সারদার কয়েকটি সংবাদমাধ্যমে চাকরি করতেন। সরাসরি আমানতকারীদের টাকা লুটের ঘটনায় তিনি জড়িত ছিলেন না। তাই নিম্ন আদালতে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। তবে এক্ষেত্রে দেবযানী আর সুদীপ্তর কথোপকথন যদি আশাপ্রদ হয়, বা তাঁরা যদি তদন্তে সাহায্য করেন, তবে তাঁদের জামিনের বিষয়টিকে ভবিষ্যতে ভেবে দেখা হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!