এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নতুন নিয়োগ ঘিরে তৃণমূল নেতার তান্ডবে রণক্ষেত্র, সরকারি সম্পত্তি ভাংচুরে বাড়ল শাসকের অস্বস্তি

নতুন নিয়োগ ঘিরে তৃণমূল নেতার তান্ডবে রণক্ষেত্র, সরকারি সম্পত্তি ভাংচুরে বাড়ল শাসকের অস্বস্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের যেন আর শেষ হবার নয়। একের পর এক গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূল নেতৃত্ব ক্রমশ অস্বস্তির মুখে দাঁড়াচ্ছে। সামনেই একুশের বিধানসভা নির্বাচন। তার আগে চলছে প্রস্তুতি পর্ব। কিন্তু তারই মাঝে এবার দুই গোষ্ঠীর লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল এনজেপির টি পার্ক। প্রসঙ্গত, তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির এনজেপির নেতা প্রসেনজিৎ রায় গোষ্ঠীর বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠেছে। অন্যদিকে স্থলবন্দরের নিরাপত্তারক্ষীদের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন প্রসেনজিৎ রায়। তবে পুরো ঘটনাকেই গোষ্ঠীদ্বন্দ্বের নামান্তর করেছেন রাজ্যের ওয়াকিবহাল মহল।

এ প্রসঙ্গে ডাবগ্রাম-ফুলবাড়ী এলাকার তৃণমূলের ব্লক সভাপতি দেবাশীষ প্রামাণিক জানিয়েছেন, যারাই এই ঘটনাটি ঘটাক না কেন, তাঁরা ঠিক করেনি। অন্যদিকে পুরো বিষয়টি ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে গিয়েছে বলে জানান দেবাশীষবাবু। এ প্রসঙ্গে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে শোনা যাচ্ছে। স্থানীয় সূত্রের খবর, তৃণমূলের প্রসেনজিৎ রায় গোষ্ঠী তৃণমূলের পতাকা লাগানো একাধিক ট্রাকে করে স্থলবন্দরে গিয়ে কাজের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেসময় স্থলবন্দরের নিরাপত্তাকর্মীরা এবং সাধারণ কর্মীরা তাঁদের বাধা দেয়। যথারীতি দুই পক্ষের সংঘর্ষ তুঙ্গে ওঠে এরপরে। অভিযোগ উঠেছে, নিরাপত্তা কর্মীরা তৃণমূলের শ্রমিকদের দিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।

তারই প্রতিবাদে বিক্ষোভকারীরা স্থলবন্দরের ভেতর ঢুকে পড়ে শুরু করে ব্যাপক গন্ডগোল। সে সময় খবর পেয়ে এনজিপি থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় চলে আসে হামলাকারীদের ঠেকাতে। এমনকি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে ডিসিপি জয় টুডুও ঘটনাস্থলে উপস্থিত হন। সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হামলাকারীদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে আটক করে। পাশাপাশি পুলিশকে লাঠিও চালাতে হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে, পুলিশি গ্রেফতারির প্রতিবাদে হামলাকারীরা পথ অবরোধ শুরু করে এনজেপির নেতাজি মোড়ে। পরে পুলিশ গিয়ে সেই অবরোধ হটিয়ে দেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক মহলের অন্দরে শোনা যাচ্ছে, এই ঘটনার পেছনে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্বের কথা। মূলত তৃণমূলের প্রসেনজিৎ রায় এবং সুকান্ত করের গোষ্ঠীদ্বন্দ্ব আজকের নয়, বহুদিনের। এই স্থলবন্দরের দখল নিয়েই দুই গোষ্ঠীর লড়াই চলছে অনেকদিন ধরেই। সম্প্রতি এই গোষ্ঠীর দ্বন্দ থামাতে পদক্ষেপ নিয়েছিলেন বিধায়ক গৌতম দেব। কিন্তু তারপরেও নতুন করে যেভাবে অশান্তি হল, তাতে মনে করা হচ্ছে প্রসেনজিৎ রায় গোষ্ঠী ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে।

যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের নিউ জলপাইগুড়ি শাখার সভাপতি প্রসেনজিৎ রায় জানিয়েছেন, গন্ডগোল শুরু প্রতিশ্রুতি অনুযায়ী পুরনো স্থানীয় শ্রমিকদের কাজ না দেওয়ায়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে উত্তরবঙ্গের এহেন গোষ্ঠীদ্বন্দ্ব নেত্রীকে যে চরম অস্বস্তির মুখে ফেলবে সে কথা বলাইবাহুল্য। এভাবে গোষ্ঠীদ্বন্দ্ব চললে উত্তরবঙ্গ বিধানসভা নির্বাচনে ফেরত পাওয়ার আশা অচিরেই ত্যাগ করতে হবে শাসক দলকে বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!