এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এবার রাজনীতি নয়, নতুন রূপে ধরা দিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম

এবার রাজনীতি নয়, নতুন রূপে ধরা দিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- অমিত শাহের বাংলা সফরের পরেই বিজেপি থেকে বড় দায়িত্ব দেওয়া হয়েছিল অনুপম হাজরাকে। আর সেখানে বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বুদ্ধিজীবীদের একত্রিত করার ভাবনাই দেখা গিয়েছিল বিজেপিতে। কেন্দ্রীয় সম্পাদক তথা বোলপুরের প্রাক্তন সাংসদ, অধ্যাপক অনুপম হাজরাকে সমাজের বিশিষ্ঠজনদের নিয়ে অরাজনৈতিকভাবে রাজনৈতিক সচেতনতা প্রচার করার পরিকল্পনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানা যায়।

আর তাই গ্রামে মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের যে সাফল্য তার প্রচার সেভাবে না হলেও, সেই কাজটাই শিল্পীদের মাধ্যমে করার কথা জানিয়েছিলেন তিনি। সেইসঙ্গে অরাজনৈতিক মঞ্চের মাধ্যমে বুদ্ধিজীবীদের একত্রিত করে কেন্দ্রীয় সরকারের জনহিতকর কাজ নিয়ে সেমিনার কিংবা বিতর্কের আয়োজনও করার কথাও বলা হয়েছিল। সেইসঙ্গে বাউল শিল্পীদেরও নিয়ে কাজ করারও পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে জানা গেছিল।

তবে এবার রাজনীতি নয়, নতুন রূপে ধরা দিতে দেখা গেল প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরাকে। জানা গেছে, প্রত্যন্ত গ্রামীণ বাংলার বীরভূম জেলার আর্থ সামাজিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে কয়েকটি বস্ত্র প্রস্তুতকারক মহিলা স্বনির্ভর গোষ্ঠীর প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রচারের উদ্দেশ্যে বিজ্ঞাপন শ্যুট করেছেন বিজেপির জাতীয় সচিব অনুপম হাজরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে সেই শুটিংয়ের ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি। তাঁর কথায়, বহু বছর আগে থেকেই তিনি এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে যুক্ত। সেইসঙ্গে বহু বছর ধরে এদের সামগ্রীর প্রচার তিনি ভারত তথা বিদেশ জুড়ে করে আসছেন। এখন যেহেতু তাঁরা তাঁদের নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করতে চাইছে, তাই তাঁকে সেটির প্রচারের জন্য আহ্বান জানানো হয়েছিল।

বস্তুত, বহু বছর আগে থেকে পরিচয় থাকায় তিনি তাই তাঁদের না করতে পারেননি বলেই জানিয়েছেন তিনি। তাঁর কথায়, এই স্বনির্ভর গোষ্ঠীর কাছে নিজেদের সামগ্রীর প্রচার করার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই। তাই তাদের কাছে বিজ্ঞাপন পাওয়ার কোন সুযোগও নেই। সেই কারণেই তিনি তাদের হয়ে বিজ্ঞাপন প্রচার করতে রাজি হয়েছেন বলেই জানিয়েছেন তিনি।

অন্যদিকে, ইতিমধ্যেই তারা সিঙ্গাপুর, দুবাই এবং ব্রিটেনে কয়েকটি আউটলেট খোলার ব্যাপারে উদ্যোগ নিয়েছে বলেও জানা গেছে। তাই তিনি যদি এই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে সকলের যোগাযোগ স্থাপন করিয়ে দিতে সক্ষম হন, তবে এই সমস্ত গোষ্ঠীর সদস্যরা ভবিষ্যতে নতুন উদ্যমে কাজ করার সুযোগ পাবে বলেই মনে করছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!