এখন পড়ছেন
হোম > অন্যান্য > কোয়ারেন্টিনের পর্ব কাটিয়ে কোন নতুন স্বস্তিতে ফিরল কলকাতা নাইট রাইডার্স! জানুন বিস্তারিত

কোয়ারেন্টিনের পর্ব কাটিয়ে কোন নতুন স্বস্তিতে ফিরল কলকাতা নাইট রাইডার্স! জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- আইপিএল নিয়ে সমস্ত প্রতীক্ষার অবসান করে গতকাল শুরু হয়েছে বহু প্রতীক্ষিত এই খেলা। টিভির পর্দায় দর্শকদের জমিয়ে দিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুম্বাইকে হারিয়ে জিতেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টিম। তবে তিনি খেলা জিতে গতবারের চ্যাম্পিয়নদের বুঝিয়ে দিয়েছেন যে খেলা থেকে অবসর নিলেও তিনি যে সর্বকালের সেরা এ কথা আলাদা করে বলে দিতে হয় না। তবে মুম্বাই ইন্ডিয়ান্স বা চেন্নাই সুপার কিংস ছাড়াও আইপিএলের অন্যতম টক্কর নাইট, তাদের কথা তাই বলতেই হয়।

তবে কিছুদিন ধরে নাইটদের সময়টা বিশেষ ভালো যাচ্ছে না বলেই অনুমান করা হচ্ছে। যদিও এর কারণস্বরূপ উঠে এসেছে অনেকগুলি কথা। তবে সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় কোয়ারেন্টিন পর্ব নিয়ে ঝামেলা। এবছর করোনা পরিস্থিতি থেকে শুরু করে যাতায়াতের সুবিধার জন্য খেলায় যোগদান করা দলগুলিকে একসাথে না রেখে, দলগুলোকে ভাগ করে দেবার সিদ্ধান্ত নিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। সেইসঙ্গে দুবাই আর আবুধাবিতে ভাগ হয়ে থাকা দলের কোয়ারেন্টাইন আলাদা হওয়ায় মুশকিলে পড়তে হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, দুবাইয়ের কোয়ারেন্টিন পর্ব তিন দিনে নামিয়ে আনা সম্ভব হলেও আবুধাবি সরকার কোনভাবেই নিজেদের কোয়ারেন্টিন ৬ দিনের নিচে নামিয়ে আনতে রাজি ছিলেন না। সেইমতো এতদিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ব্র্যান্ডন ম্যাককালাম এদেরকে। তবে শেষমেষ ৬ দিনের কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে তারা দলের অনুশীলন যোগ দিয়েছে বলেই জানা গেছে। আর তাতেই আপাতত নাইট শিবিরের স্বস্তি ফিরেছে কিছুটা।

প্রসঙ্গত উল্লেখ্য ২৩শে সেপ্টেম্বর কেকেআরের খেলা আছে। আর এবার যে তাদেরকে নিজেদের ভালোমতোই প্রমাণ করতে হবে, সে কথা বলাই বাহুল্য। তাই অনুশীলনের ক্ষেত্রে ঘাটতি থাকলে সে দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা ছিল। কারণ আন্দ্রে রাসেল দলের অন্যতম সেরা খেলোয়াড়। এছাড়া অনুশীলনে নামার পর প্রত্যেককে তিনি অভিনন্দন জানিয়েছিলেন বলে জানা যায়। তিনি ছাড়া এদিন নামেন ম্যাকলামও। এখানে বলে রাখা দরকার শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স এর জন্যই নন, ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়েও জয় এনেছেন এই আন্তর্জাতিক তারকা। সিপিয়েলে খেলে এদিন আবুধাবি পৌঁছন ক্রিস গ্রীন, আলি খান সহ আরো অনেকে। তাই আপাতত কোয়ারেন্টিনে থাকার পরে অনুশীলনে যোগ দিয়েছেন বলেই জানা গেছে। অন্যদিকে এর মাঝখানে দলের খেলোয়াড় সিলেকশন থেকে শুরু করে অনুশীলনের পদ্ধতি এবং করোনা সর্তকতা সবদিক থেকেই নাইটরা যে এগিয়ে আছে সেটা জানা গিয়েছিল। এমনকি দীনেশ কার্তিক নাকি অনুশীলনে নতুন চমক নিয়ে হাজির হয়েছেন, আর সেই চমক খেলাতেও দেখা যাবে বলে জানিয়েছিলেন তিনি। তাই উৎসাহী দর্শকদের মধ্যে আপাতত নাইট শিবিরের ২৩ তারিখ মাঠে নামারই অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!