এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > টার্গেট নতুন ভোটার, এবার বড়সড় পদক্ষেপ বিজেপির, জেনে নিন বিস্তারিত!

টার্গেট নতুন ভোটার, এবার বড়সড় পদক্ষেপ বিজেপির, জেনে নিন বিস্তারিত!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ‘বিজেপিই অতিমারী’ এই শ্লোগান তুলে রাস্তায় নামতে দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই সূত্র ধরেই তৃণমূল যে বাংলায় সোশ্যাল মিডিয়ায় ‘সেভ বেঙ্গল ফ্রম বিজেপি’ বা “savebengalfrombjp.com” কর্মসূচি শুরু করেছিল সে কথা সকলের জানা। বস্তুত, যেভাবে কোনও বিপর্যয়ের মুখে ফেসবুক জানতে চায় যে কোথায় কতজন সুস্থ আছেন বা নিরাপদে আছেন তা চিহ্নিত করে জানাতে, একেবারে সেই পদ্ধতিতেই “নিজেকে বিজেপির থেকে সুরক্ষিত চিহ্নিত করুন” বা “Mark Yourself Safe from BJP” এই স্লোগান দিয়ে সোশাল মিডিয়ায় সোচ্চার হতে দেখা গিয়েছিল তৃণমূলকে।

বিশেষজ্ঞদের মতে এর কারণ হিসেবে বলা হয়েছিল, যেহেতু বর্তমান যুগের কাছে সোশ্যাল মিডিয়া অন্যতম ব্যবহার্য মাধ্যম, তাই বর্তমান যুব সমাজের কাছে পৌঁছতে গেলে সেই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগালে অনেক সুবিধা লক্ষ্য করা যাবে। অন্যদিকে এবার তৃণমূলের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার করার সিদ্ধান্ত নিতে দেখা গেছে বিজেপিকে।

জানা গেছে, দলীয় কর্মসূচি থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্প, দলের বার্তা প্রভৃতি ইউটিউবের মাধ্যমে প্রচার করা হবে। আর এই জন্য দলীয় পতাকা ও প্রতীক চিহ্ন ব্যবহার করে চ্যানেল খোলা হবে বলে জানান হয়েছে বিজেপি তরফে। সেইসঙ্গে মণ্ডলে মণ্ডলে হোয়াটসঅ্যাপ গ্রুপ।প্রস্তুত করা হচ্ছে বলেও জানান হয়েছে। এদিন বিজেপির উত্তরবঙ্গ জোনের কো-অর্ডিনেটর তথা সংসদ সদস্য সুকান্ত মজুমদার এমনটাই জানিয়েছেন।

তাঁর কথায়, অনেকদিন আগেই দলের ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী অনেকদিন আগেই ভারতকে ডিজিটাল করার পথে ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেই মত পদক্ষেপ নিয়েছেন, তাই এবার বিধানসভা ভোটের আগে সেই প্ল্যাটফর্মকে আরও বেশি কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানা গেছে। আর তাই মূলত নতুন ভোটারদের কাছে দলের প্রচার তুলে ধরতেই এমন কৌশল নেওয়া হয়েছে বলেও জানান হয়েছে।

জানা গেছে, এজন্য ডিসেম্বর মাসের মধ্যে বিধানসভা ভিত্তিক ইউটিউব চ্যানেল চালু করা হবে। শুধু তাই নয়, এরই সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ট্যুইটার হ্যান্ডলার টিম মণ্ডল থেকে বুথ স্তর পর্যন্ত তৈরি করা হচ্ছে। গত বুধবার ও বৃহস্পতিবার শিলিগুড়িতে বিজেপির উত্তরবঙ্গ জোনের বৈঠক অনুষ্ঠিত হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখানেই বিজেপির কেন্দ্রীয় কমটিরি আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ নেতা অমিত মালব্য এ ব্যাপারে কিছু বক্তব্য রেখেছেন বলে জানা গেছে। সেখানে, কোচবিহার থেকে মালদহ পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলায় যে ৫৪টি বিধানসভা কেন্দ্র আছে, সেখানে ডিসেম্বর মাসের মধ্যে প্রতিটি কেন্দ্রে ইউটিউবে চ্যানেল চালু করা হবে বলেও জানান হয়েছে।

এরই সঙ্গে প্রতিটি বিধানসভা কেন্দ্রের পার্টি অফিসে আলাদা ডিজিটাল উইং থাকবে বলেও জানান হয়েছে। এদের সঙ্গে অ্যাঙ্কার, কন্টেন্ট রাইটার, এডিটিং টিম ও স্টুডিও থাকবে। সেইসঙ্গে এই কাজ পরিচালনা করার জন্য দলের যুবক ও যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান হয়েছে।

তাঁদের স্মার্টফোন নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দলীয় কর্মসূচি করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে তাঁরা মিটিং, মিছিল ও সভার সংবাদ সংগ্রহ করবেন বলে জানান হয়েছে। এরসঙ্গে দলের মণ্ডল ও বুথ কমিটিস্তরে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হবে বলেও জানা গেছে। আর এই কাজের জন্য মণ্ডল ও বুথ কমিটি স্তরে স্মার্টফোন ব্যবহারকারী দলীয় কর্মী ও সমর্থকদের নামের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

সেইসঙ্গে ট্যুইটার ও ইনস্টাগ্রাম সহ বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দলীয় বার্তা প্রচার চালাতেও টিম প্রস্তুত করা হচ্ছে বলে জানান হয়েছে। বস্তুত, সোশ্যাল মিডিয়ায় তাদের জেলা কমিটির পেজ চালু হয়েছে আগেই। এবার তারা সেই উইংকে বিধানসভা কেন্দ্র, মণ্ডল এবং বুথস্তরে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বলেই মনে করা হচ্ছে।

এই বিষয়ে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক জানান, অতীতের নির্বাচনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার চালিয়ে সাফল্য মিলেছিল। তাই এবার বিধানসভা ভোটে ইউটিউব, ফেসবুক, ট্যুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তিকে ব্যাপকভাবে ব্যবহার করা হবে। তবে এর পাশাপাশি ভার্চুয়াল সভাও করা হবে বলেই জানিয়েছেন তিনি। যদিও বিজেপির এমন পরিকল্পনা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে বলে জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!