এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > এনসিপি’র প্রধানের সাথে বৈঠকের পরেই কংগ্রেসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর !

এনসিপি’র প্রধানের সাথে বৈঠকের পরেই কংগ্রেসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুম্বাই সফরের দ্বিতীয় দিনে আজ বিকেলেই বৈঠক হয় এনসিপি’র প্রধান শারদ পাওয়ারের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।  বৈঠকে বিরোধী ফ্রন্ট  নিয়ে বিভিন্ন রাজনৈতিক আলোচনা হয় এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত । বৈঠকের পর শরদ পাওয়ার বলেন, ‘এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করতে হবে। কংগ্রেস হোক বা যেই হোক এ নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে ইতিবাচক কথা হয়েছে। দেশে যারা ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে, তাদের একটি প্লাটফর্মে আসা উচিত। এমন একটি জোট গড়তে হবে যাতে মানুষের আস্থা থাকে।’

 

তবে শারদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর কংগ্রেসের  সম্পর্কে মুখ্যমন্ত্রী  বলেন  ‘ইউপিএ কী? ইউপিএ-র কোনও অস্তিত্বই নেই।’  অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার মাধ্যমেই  অনেকটা বোঝা যাচ্ছে যে  কংগ্রেসের সাথে সম্পর্কটা যে খুভএকটা ভাল নেই তা বলাই চলে । আর এই প্রেক্ষিতেই রাজনীতি মহলের একাংশ বলছেন তাহলে কী এবারে কংগ্রেসকে বাদ দিয়েই বিরোধী ফ্রন্ট গড়তে চাইছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ?

আজ  বৈঠকের পর মমতা জানান, ‘দেশে ফ্যাসিবাদ চলছে। লড়াই প্রয়োজন। শরদজি সিনিয়র নেতা। ওঁর সঙ্গে বহু দিন কাজ করেছি, উনি যা বলেছেন আমি সম্পূর্ণ সহমত। শরদজি বলেছেন একটি শক্তিশালী বিকল্প শক্তির প্রয়োজন যারা লড়াই করতে পারবে। মাঠে নেমে লড়াই করতে হবে।’ এরপরেই সাংবাদিকরা প্রশ্ন করেন যে   ইউপিএ-এর নেতৃত্ব দেওয়া উচিত? উত্তরে মমতা বলেন, ‘আরে কোথায় ইউপিএ? ইউপিএ-এর কোনও অস্তিত্বই নেই।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!