এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ভারতের উপর চাপ বাড়াতে নেপালকে ব্যবহার করছে চীন? নতুন পদক্ষেপে বাড়ছে চূড়ান্ত উত্তেজনা!

ভারতের উপর চাপ বাড়াতে নেপালকে ব্যবহার করছে চীন? নতুন পদক্ষেপে বাড়ছে চূড়ান্ত উত্তেজনা!


সম্প্রতি ভারত সরকারের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি সূত্র প্রকাশিত হতেই সর্বত্র তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যেখানে জানানো হয় যে, নেপালের সংসদের কালাপানিকে নিজেদের অংশ হিসেবে দেখিয়ে নতুন মানচিত্র সংক্রান্ত প্রস্তাব এই সপ্তাহের শেষে পেশ করা হবে। ইতিমধ্যেই গত দুদিন আগে মানচিত্র সম্পর্কিত একটি সংবিধানের সংশোধনী আইন পাস হয়েছে। আর তার ভিত্তিতেই এবার নতুন মানচিত্র প্রকাশ করে নেপালের সংসদে বিল পেশ করা হবে বলে খবর পাওয়া যায়।

আর এতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে নেপাল এবং ভারতের সম্পর্ক খুব একটা সুখকর নয়। কেননা সীমান্ত সংঘাতের জেরে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে গিয়েছে। আর এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডের কালাপানি সহ একাধিক এলাকার দাবি নিয়ে নেপাল ভারতের ভূখণ্ডকে নিজের বলে সংঘাতে আরও বেশি করে জড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নেপালের বক্তব্য, এই কালি নদী তাদের অংশ। যেখানে ভারত নিজেদের সেনা বসিয়ে রেখেছে। আর এর পরেই নেপালের প্রধানমন্ত্রী রীতিমত ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, ভারত থেকে এই জমি তারা যেনতেন প্রকারেণ ফেরত নিয়ে ছাড়বেন। আর নেপালের পক্ষ থেকে ভারতকে এই হুঁশিয়ারি দেওয়া নিয়ে এখন তীব্র চাপানউতোর তৈরি হয়েছে। একাংশ বলছেন, ভারতকে কোণঠাসা করতে চীনের পক্ষ থেকে নেপালকে হাতিয়ার করে এটা এগোনোর একটা প্রক্রিয়া মাত্র।

জানা যায়, ভারতের পক্ষ থেকে নেপালে যা বিনিয়োগ করা হয়েছে, তার থেকে অনেক বেশি বিনিয়োগ করেছে চীন। সেদিক থেকে চীনের প্রতি নেপালের একটা দায়বদ্ধতা রয়েছে। আর তাই চীন যখন ভারতকে কাবু করতে চাইছে, তখন তারা নেপালকে নিজেদের সাথে নিয়ে এই পরিস্থিতিতে ভারতবর্ষকে আরও চাপে রাখতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই নেপালের প্রধানমন্ত্রী এই ব্যাপারে এবার ভারতকে হুঁশিয়ারি দেওয়া শুরু করল। তবে ভারতের পক্ষ থেকে এখন গোটা পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!