এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > নেপালে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি, নিখোঁজ হলেন অপর একজন

নেপালে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি, নিখোঁজ হলেন অপর একজন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি নেপালে গিয়ে নেপালের পুলিশের সঙ্গে বিরোধ বেঁধে পুলিশের গুলিতে জনৈক ভারতীয়ের মৃত্যু হলো, তাঁর এক সঙ্গী দেশে ফিরে এসেছেন, তবে, তাঁর অপর এক সঙ্গী বেশ কিছুদিন ধরে নিখোঁজ। তাঁকে নিয়ে বাড়ছে উদ্বেগ। পুলিশ সূত্রে জানা গেছে যে, নেপালে বেড়াতে গিয়ে সেখানে কোনো বিশেষ কারণে পুলিশের সঙ্গে ঝগড়া বাধে এই তিন ভারতীয়ের। এরপর নেপাল পুলিশ তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে মৃত্যু হয়েছে এক ভারতীয়ের, অপর একজন ভারতীয় নিখোঁজ রয়েছেন, তবে একজন দেশে ফিরে আসতে পেরেছেন।

এই ঘটনায় মৃত ব্যক্তির নাম হল গোবিন্দ। যিনি উত্তর প্রদেশের পিলিভিটের হাজারা অঞ্চলের বাসিন্দা। তাঁর দুজন সঙ্গীও এই অঞ্চলেরই বাসিন্দা। তাঁরা হলেন পাপ্পু সিংহ ও গুরমেদ সিংহ। এই তিনজন সম্প্রতি নেপালে বেড়াতে গিয়েছিলেন। সেখানে গিয়ে নেপালের পুলিশের সঙ্গে তাদের ঝগড়া বাধে। তবে, কি কারণে তাদের ঝগড়া বেধেছিল? তা এখনো সঠিকভাবে জানা যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সশস্ত্র নেপাল পুলিশের গুলিতে মৃত্যু হয় গোবিন্দর। বাকি দুজনের মধ্যে একজন নিখোঁজ হয়ে পড়েছেন, একজন দেশে ফিরে আসতে পেরেছেন। এই ঘটনার পর থেকে ভারত-নেপাল সীমান্তে আবার অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই ভারত-নেপালের সম্পর্ক সম্প্রতি ততটা মধুর নেই। এবার নেপালে গিয়ে ভারতবাসীর মৃত্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবার সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে।

নেপালে গিয়ে ভারতীয়র মৃত্যুর পর থেকেই ভারত-নেপাল সীমান্ততে বিশেষ সর্তকতা জারি করা হয়েছে। ইতিমধ্যে পিলিভিট জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক নেপালে গিয়েছেন। এ বিষয়ে তদন্ত করছেন তাঁরা। পুলিশের গুলিতে মৃত গোবিন্দর দেহ নেপাল পুলিশের হেফাজতে রয়েছে। নেপালের একটি হাসপাতালে গোবিন্দর মৃতদেহ রাখা হয়েছে, বলে জানা যাচ্ছে । এই ঘটনার উপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন পিলিভিটের পুলিশ সুপার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!