এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নেপথ্যে দুর্নীতি, সরাসরি নবান্নের কাছে জবাব তলব রাজ্যপালের, শোরগোল বঙ্গ রাজনীতিতে

নেপথ্যে দুর্নীতি, সরাসরি নবান্নের কাছে জবাব তলব রাজ্যপালের, শোরগোল বঙ্গ রাজনীতিতে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – পাহাড়ে জিটিএ নিয়ে ইতিপূর্বে বারবার নানা আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয় নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। দীর্ঘদিন ধরে জিটিএতে কোনো অডিট করা হয়নি, কোন রিপোর্ট পেশ করা হয়নি, এই ধরনের অভিযোগ ইতিপূর্বে রাজ্যপাল করেছেন বারবার। এবার জিটিএর বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রর কাছে জবাব চাইলেন রাজ্যপাল।

এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশের পর টুইট করেছেন রাজ্যপাল। টুইট করে তিনি জানিয়েছেন, জিটিএ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। উন্নয়নমূলক কাজ করা হয়নি, পরিবর্তে আর্থিক দুর্নীতি হয়েছে। তাই জিটিএ নিয়ে সিএজি অডিট করানোর দাবি জানিয়েছেন তিনি। রাজ্যপাল আরও লিখেছেন, কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই দুর্নীতিমুক্ত ক্যাগ অডিট করাবার দাবি তুলেছেন তিনি। তিনি প্রশ্ন করেছেন, ১০ বছর ধরে জিটিএতে কেন ক্যাগ অডিট করা হয়নি? এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রের কাছে জবাব চেয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বেও রাজ্যের বিরুদ্ধে বারবার নানা অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। আর্থিক দুর্নীতি, রাজ্যের পুলিশি ব্যবস্থা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার অভিযোগ করতে দেখা গেছে রাজ্যপালকে। ভোট পরবর্তী হিংসা নিয়েও তীব্রভাবে সরব হয়েছিলেন রাজ্যপাল। যারফলে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বারবার বিরোধ দেখা গেছে। জিটিএ নিয়ে রাজ্যপালের এই বিস্ফোরক অভিযোগ, তথা মুখ্যমন্ত্রী ও প্রাক্তন অর্থমন্ত্রীর কাছে জবাব তলব, এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হয়? সেদিকেই দৃষ্টি রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!