এখন পড়ছেন
হোম > অন্যান্য > আজকের দিনে নেরোর অগ্নিকান্ড থেকে গান্ধীজি, অমিতাভ থেকে প্রিয়াঙ্কা চোপড়ার অজানা কাহিনী জানুন

আজকের দিনে নেরোর অগ্নিকান্ড থেকে গান্ধীজি, অমিতাভ থেকে প্রিয়াঙ্কা চোপড়ার অজানা কাহিনী জানুন


ইতিহাসের আতস কাঁচে দেখে নিন, হিটলারের “মেইন ক্যাম্প”-এর প্রকাশ থেকে শুরু করে মেন্ডেলার জন্মদিন — কোথায় কবে কী ঘটেছিল আজকের দিনে

আজ ১৮ই জুলাই। এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা –

 

১. ৬৪ খৃষ্টাব্দে এই দিনে রোমান সম্রাট নেরো-র সময়ে রোমের বিখ্যাত অগ্নিকান্ড শুরু হয়।

২.  ১৯২৫ খৃষ্টাব্দে আজকের দিনেই অ্যাডল্ফ হিটলার তার আত্মজীবনী, “মেইন ক্যাম্প” প্রকাশ করেন।

৩.  ১৭৪৩ সালে এই দিনে আমেরিকায় প্রথমবার হাফ পাতার সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপানো হয়েছিল। সংবাদপত্রের নাম, “নিউইয়র্ক উইকলি জার্নাল”।

 

৪.  আজকের দিনেই ১৯১৮ খৃষ্টাব্দে নেলসন ম্যান্ডেলার জন্ম হয়।

৫.  ১৮১৭ সালে আজকের দিনেই বিখ্যাত ইংরেজ সাহিত্যিক, জেন অস্টিনের জীবনাবসান হয়।

৬.  ১৫৩৬ সালে এই দিনে ইংল্যান্ডে পোপের আধিপত্যের অবসান ঘটে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

৭.  ১৯১৪ সালে এই দিনে গান্ধীজী দক্ষিণ আফ্রিকা ত্যাগ করেন।

৮.  ১৯৪৭ সালে এই দিনে ভারতে ” ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট” লাগু হয়৷ এই আইনের বলেই পাকিস্তানের জন্ম হয়।

৯.  ১৮৫৭ সালে এই দিনে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ — এই তিন শহরে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।

১০.  ১৯৮৭ সালে এই দিনে অমিতাভ বচ্চন লোকসভার সভ্যপদ ত্যাগ করেন।

 

১১.  ১৯৯৪ সালে এই দিনে বিখ্যাত শিক্ষানীতিবিদ, মুনিয়া রাজার জীবনাবসান হয়।

১২.  ২০১২ সালে এই দিনে বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার জীবনাবসান হয়।

১৩.  ১৮১১ সালে এই দিনে ইংরেজ ঔপনিবেশিক উইলিয়াম মেকপিস ঠেকারের জন্ম হয়।

 

১৪.  ১৯৭১ সালে এই দিনে ভারতের তারকা গায়ক সুখবিন্দর সিংহের জন্ম হয়।

১৫.  ১৯৮২ সালে এই দিনে বলিউডের জনপ্রিয় নায়িকা,প্রিয়াঙ্কা চোপড়ার জন্ম হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!