এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > নেতা খুনে পুলিশি তল্লাশি বিজেপি MP-র বাড়িতে! পাল্টা মানহানির হুঁশিয়ারি! ধুন্ধুমার বাংলায়

নেতা খুনে পুলিশি তল্লাশি বিজেপি MP-র বাড়িতে! পাল্টা মানহানির হুঁশিয়ারি! ধুন্ধুমার বাংলায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও বাংলার বুকে বিজেপির সাথে রাজ্য প্রশাসনের দ্বন্দ্ব চরমে উঠলো। দীর্ঘদিন ধরেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, পুলিশ বিভিন্ন সময়ে অকারণে তাঁদের হয়রানি করে চলেছে। আর এর পেছনে বিজেপি শিবির তৃণমূল চক্রান্তের কথা বলে আসছেন প্রথম থেকেই। এবার আরও একবার পুলিশি হয়রানির অভিযোগ উঠল উত্তর 24 পরগনার বিজেপি শিবির থেকে। সম্প্রতি অর্জুন সিং এর বাড়িতে পুলিশ হানা দেয় তল্লাশির কারণে। এরই পরিপ্রেক্ষিতে এবার সাংসদ অর্জুন সিং তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

কেন এই পুলিশি তল্লাশি তা জানতে গেলে পিছিয়ে যেতে হবে আরো বেশ কিছুদিন আগে। গত 14 জুলাই কাঁকিনাড়ার তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিংকে গুলি করে হত্যা করা হয়। সম্প্রতি এই হত্যাকাণ্ডের কিছু ফুটেজ এসেছে পুলিশের হাতে। এবং তার ভিত্তিতে অভিযুক্ত একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সেই সূত্রেই পুলিশ এবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর বাড়িতে তল্লাশিতে আসে বলে জানা গেছে। কিন্তু অর্জুন সিং এর দাবি, কোনরকম সার্চ ওয়ারেন্ট না নিয়েই পুলিশ এই তল্লাশি অভিযান চালাতে হাজির হয়েছিল তাঁর বাড়িতে।

এবং সে কারণেই তিনি পুলিশকে তল্লাশি চালাতে বাধা দেন। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে হঠাৎই অর্জুন সিং এর বাড়িতে তল্লাশিতে আসে পুলিশ। কিন্তু সার্চ ওয়ারেন্ট ছাড়া তল্লাশিতে আসায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় অর্জুন সিং। এলাকায় উত্তেজনা তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাঁর কাজ করতে না পেরে বাধ্য হয়ে ফিরে যায় বলে জানা গেছে। অন্যদিকে এদিন অর্জুন সিং পাল্টা দাবি করেছেন, ব্যারাকপুরে কিছু ঘটলেই তাঁর বাড়িতে হাজির হচ্ছে পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি পাল্টা হুমকি দিয়েছেন, যে পুলিশ অফিসার এদিন তাঁর বাড়িতে তল্লাশি চালাতে এসেছিলেন, তাঁর বিরুদ্ধে এবার অর্জুন সিং আদালতে মানহানির মামলা করবেন। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা অর্জুন সিং এর দিকে অভিযোগের আঙুল তুলে জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবেই পুলিশকে বাধা দিয়ে তদন্তে বাধা দিচ্ছেন অর্জুন সিং। স্থানীয় তৃণমূল নেতা অভিযোগ জানাতে গিয়ে আরও বলেন, অর্জুন সিং তাঁর বাড়ি দুষ্কৃতীদের আখড়া বানিয়ে রেখেছেন।

আর সে কারণেই পুলিশকে ঢুকতে দিতে বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক মহলের দাবি, একজন বিজেপি সাংসদের বাড়িতে পুলিশি হানা নিঃসন্দেহে গেরুয়া শিবিরকে রীতিমত অস্বস্তির মুখে ফেলবে। অন্যদিকে, ধর্মেন্দ্র সিং কে হত্যার ঘটনায় আসলে কে বা কারা জড়িত তা জানতে এই মুহুর্তে উন্মুখ সবাই। সেক্ষেত্রে পুলিশের ওপরেই আপাতত নির্ভর করতে হবে তদন্তের স্বার্থে। পরিস্থিতি সামাল দিতে গেরুয়া শিবির এবার কি পদক্ষেপ গ্রহণ করবে সেদিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!