এখন পড়ছেন
হোম > জাতীয় > খেলা কি ঘুরে গেল? দিল্লি গিয়েও চুপচাপ ঘরে ফিরে আসতে চলেছেন শাসকদলের ৮ হেভিওয়েট বিধায়ক?

খেলা কি ঘুরে গেল? দিল্লি গিয়েও চুপচাপ ঘরে ফিরে আসতে চলেছেন শাসকদলের ৮ হেভিওয়েট বিধায়ক?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যের ৮ জন বিজেপি বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে চিঠি পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল তাঁদের। যার মধ্যে একটি ছিল একনায়ক তান্ত্রিকতার অভিযোগ। এই বিরোধীদের মধ্যমনি ছিলেন ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তাদের দিল্লিতে তলব করেছিলেন।সেইমতো তাঁরা দিল্লি যান।

ত্রিপুরা থেকে দিল্লিতে যাওয়া এই ৮ জন বিক্ষুব্দ বিধায়কের মধ্যে ৪ জনের সঙ্গে গতকাল মঙ্গলবার সাক্ষাৎ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এই চারজন বিধায়ক হলেন রামপ্রসাদ পাল, আশিষ সাহা, সুশান্ত চৌধুরি ও পরিমল দেববর্মা। তবে তাঁদের সঙ্গে নাড্ডার কী আলোচনা হয়েছে। সে বিষয়ে তাঁরা কিছু সংবাদ মাধ্যমকে জানান নি।

কিন্তু আশ্চর্যজনক ভাবে বিক্ষুব্ধ বিধায়কদের প্রধান ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন সহ বাকি চারজন বিধায়কের সঙ্গে কোন সাক্ষাৎই করেন নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপি সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ত্রিপুরার এই ৮ জন বিধায়ককে শান্ত মনে ত্রিপুরা ফিরে যাবার পরামর্শ দিয়েছেন। তাঁর নির্দেশ মেনে বিধায়কের বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছেন।

এদিকে, দিল্লিতে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ব্যাপক প্রশংসা করলেন। সেই সঙ্গে তিনি নিজেকে বিক্ষুব্ধ নেতা বলতে অস্বীকারও করলেন। এ প্রসঙ্গে তিনি জানালেন, “আগামীকাল আমি বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের দিল্লি সফর নিয়ে মিডিয়ার একটি অংশ অপপ্রচার করেছে। কিন্তু, আমি কোনও ভাবেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরোধী নই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালো ভাবে কাজ করছেন। বিজেপি দলের কেন্দ্রীয় পদাধিকারীদের নতুন টিম গঠিত হওয়ার পর, সে বিষয়ে কথা বলতে এসেছিলেন তিনি সর্বভারতীয় সভাপতির সঙ্গে। এর সঙ্গেই তিনি জানালেন যে, রাজ্য বিজেপির সাংগঠনিক কিছু বিষয় নিয়েও সর্বভারতীয় সভাপতির সঙ্গে কথা বলতে এসেছিলেন তিনি।

প্রসঙ্গত ত্রিপুরা রাজ্যে বিজেপির ক্ষমতা দখলের এক বছরের মধ্যেই প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনকে মন্ত্রিসভা থেকে অপসারিত করা হয়েছিল। যার ফলে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী ও সরকারের ওপর। মুখ্যমন্ত্রী ও সরকারের বিভিন্ন কাজের তিনি বহু সমালোচনা করেছিলেন। কিন্তু দিল্লি গিয়ে তাঁর বিরাট পরিবর্তন তথা মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখেই বিস্মিত অনেকে। এ নিয়ে বাড়ছে নানা জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!