নেতাদের দ্বারা পরিচালিত নয়, এবারের ভোট অন্যরকম! বড় মন্তব্য মোদীর! বিজেপি রাজনীতি রাজ্য May 29, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোটের সময় আসলেই নেতারা বিভিন্ন প্রতিশ্রুতি দেন। কিন্তু এবার মানুষের দ্বারাই সেই ভোট পরিচালিত হচ্ছে। এতদিন নেতাদের কথায় ভোট হলেও, এবারের লোকসভা নির্বাচন সম্পূর্ণ অন্য রকম। আর বাংলার সভা থেকে সেই কথাই তুলে ধরতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রসঙ্গত, আজ কাকদ্বীপের সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আর সেখানেই তিনি বলেন, “জনতা ১০ বছরের উন্নয়ন দেখেছে, ৬০ বছরের দুর্গতিও দেখেছে। এবারের ভোট নিয়ন্ত্রণ করছেন দেশের জনতা।” অর্থাৎ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে, দেশের মানুষ রয়েছে বিজেপির সঙ্গেই। এবারের নির্বাচনে একতরফা ভোটে বিজেপি বিপুল আসনে জিততে চলেছে। স্বাভাবিকভাবেই বিরোধীদের জামানত জব্দ হওয়ার ইঙ্গিত দিয়েই প্রধানমন্ত্রী দেশের মানুষ ভোট পরিচালনা করছে বলেই দাবি করলেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -