এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নেতাজি ভবনে পালিত হলো কৃতি শিক্ষাবিদ ও প্রাক্তন সাংসদের ৯০ তম জন্মবার্ষিকী

নেতাজি ভবনে পালিত হলো কৃতি শিক্ষাবিদ ও প্রাক্তন সাংসদের ৯০ তম জন্মবার্ষিকী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   নেতাজির পরিবারের প্রয়াত সদস্য কৃষ্ণা বসুর ৯০ তম জন্মবার্ষিকী পালিত হলো নেতাজি ভবনে। নেতাজির ভাতুষ্পুত্র শিশির কুমার বসুর স্ত্রী কৃষ্ণা বসু ছিলেন একাধারে কৃতি শিক্ষাবিদ ও প্রাক্তন সাংসদ। গতকাল শনিবার ছিল তাঁর ৯০ তম জন্মবার্ষিকী, যা সাড়ম্বরে পালন করা হলো। তিনি দেহত্যাগ করেছেন গত ফেব্রুয়ারি মাসে। গতকাল কৃষ্ণা বসুর মূর্তি বসানো হলো নেতাজি ভবনে। গতকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণা বসুর দুই পুত্র অধ্যাপক সুগত বসু, সুমন্ত বসু ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক প্রমুখরা।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মৃত্যু হয়েছে কৃষ্ণা বসুর। গত ২ রা ফেব্রুয়ারি নেতাজির ভাতুষ্পুত্র শিশির কুমার বসুর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছিলেন তিনি। তার কিছুদিনের মধ্যেই মৃত্যু হয়েছে তাঁর। তবে এখনো নেতাজী ভবনের স্থানে স্থানে ছড়িয়ে আছে তাঁর স্মৃতি। গতকালের এই অনুষ্ঠানে শিক্ষাবিদ ও প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসুকে বিশেষ সম্মান জানানো হলো। উন্মোচন করা হল তাঁর মূর্তি। তাঁর স্মৃতিচারণ করলেন অধ্যাপক সুগত বসু।

মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে অধ্যাপক সুগত বসু জানালেন যে, তাঁর মা প্রয়াত কৃষ্ণা বসু তাঁর লেখার মধ্যে দিয়েই নিজেকে স্মরণীয় করে রেখে গিয়েছেন। লেখার মধ্য দিয়ে তাঁর মা দেখাতে পেরেছেন যে, কিভাবে দলের ঊর্ধ্বে উঠে গিয়ে জনগণের জন্য কাজ করতে হয়। তিনি আক্ষেপ করে বলেন যে, তাঁর মা যে এভাবে অকস্মাৎ চলে যাবেন, তা তাঁরা কখনোই ভাবতে পারেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অধ্যাপক সুগত বসু জানান যে, গত ২ রা ফেব্রুয়ারির দিনে তাঁর পিতা শিশির কুমার বসুর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছিলেন তাঁর মা কৃষ্ণা বসু। কিন্তু পিতার মূর্তি উন্মোচনের তিন সপ্তাহের মধ্যেই দেহত্যাগ করেছেন তাঁর মা কৃষ্ণা বসু। যে ঘটনায় তাঁরা অত্যান্ত মর্মাহত। তিনি জানালেন যে, নেতাজির ঐতিহ্যের সঙ্গে যুক্ত আছেন তাঁর মাতা-পিতা। দুজনেই একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা নেতাজির জন্য। নেতাজির ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছেন তাঁরা।

গতকাল শিক্ষাবিদ কৃষ্ণা বসুকে বিশেষ শ্রদ্ধা জানালেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। তিনি জানালেন যে, শিক্ষাবিদ কৃষ্ণা বসুর মেধা ও তাঁর নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তাঁকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। তিনি জানালেন সম্প্রতি ধর্ম অনেকটাই আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক হয়ে পড়েছে, বিশ্বাস কমে গেছে যার মধ্যে থেকে। এই পরিস্থিতিতে ধর্মকে কিভাবে পূর্বের মর্যাদায় ফিরিয়ে আনা যায়, তার চিন্তাভাবনা করা প্রয়োজন। আজ যদি তিনি থাকতেন, তাহলে এ কথা তিনি বলতেন। কিন্তু আজ তিনি আর নেই।

গতকাল অনুষ্ঠানের একেবারে শেষে কৃষ্ণা বসুর কবিতার রেকর্ড শুনিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হলো। এভাবে গতকাল শ্রদ্ধার সঙ্গে পালিত হল কৃষ্ণা বসুর ৯০ তম জন্মবার্ষিকী। সেইসঙ্গে উন্মোচন করা হল তাঁর মূর্তি নেতাজি ভবনে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!