এখন পড়ছেন
হোম > জাতীয় > ” নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথকে নিয়ে বিজেপির টানাটানি সবটাই ভোটের কারণে। ” – বিস্ফোরক তৃণমূল সাংসদ

” নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথকে নিয়ে বিজেপির টানাটানি সবটাই ভোটের কারণে। ” – বিস্ফোরক তৃণমূল সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ সালে ২৩ সে জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তী। নেতাজির ১২৫ তম জন্ম বার্ষিকী সারাবছর ধরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারের। এই উদ্যেশে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আছেন এই কমিটির শীর্ষে। নেতাজির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, দেশের স্বাধীনতা আন্দোলনে অবদান, দেশবাসীর মঙ্গল সাধনের প্রয়াস সমস্ত কিছুই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বছর জুড়ে।

এদিকে আগামী ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি হাওড়ায় জনসভা করতে পারেন, এমন খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে সম্প্রতি বঙ্গ সফরে এসে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার, বিশ্বভারতী গিয়েছিলেন স্বরাষ্টমন্ত্রী। সেখানে তিনি কবিগুরু রবীন্দ্রনাথকে বিশেষ শ্রদ্ধা জানান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজির প্রতি বিজেপি নেতার শ্রদ্ধা জ্ঞাপনকে ভোটের রাজনীতি বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এক সাংবাদিক বৈঠকে তিনি জানালেন যে, বিজেপি নেতারা নেতাজি, বিবেকানন্দের কোন কোন বই পড়েনি। তার অনুবাদও পড়েনি। শুধু উপর উপর কথা বলছেন। সৌগত রায় জানালেন যে, নেতাজির জন্মদিন জানা গেলেও তাঁর মৃত্যুদিন জানা যায় না। তাঁর মৃত্যুদিন আজও অজানা। তিনি ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে, বলে অভিযোগ করলেন। নেতাজি সংক্রান্ত সমস্ত নথি প্রকাশ করার দাবি করা হয়েছিল, কিন্তু আজও কেন্দ্র তা করেনি, বলে অভিযোগ করেন তিনি।

কেন্দ্রীয় সরকারের নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তী পালনকে ভোটের রাজনীতি বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি জানালেন, নেতাজির জন্মদিন উপলক্ষে আগামী ২৩ সে জানুয়ারি জাতীয় ছুটি হিসেবে ঘোষণার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ জানালেন যে, রবীন্দ্রনাথের জায়গা রাজনীতি করার জায়গা নয়। বিজেপি নেতারা বিশ্বভারতীতে এসেছিলেন। উত্তরায়ন, উপাসনা গৃহতে যেভাবে কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা প্রমুখরা গিয়েছিলেন, তার তীব্র বিরোধিতা করছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!