এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নেতাজীকে নিয়ে রাজনীতি করেছেন মমতা, বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার!

নেতাজীকে নিয়ে রাজনীতি করেছেন মমতা, বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই 23 জানুয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী বর্ষ। ইতিমধ্যেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে নানা বিষয় সামনে আসতে শুরু করেছে। যে বিষয়ের পরিপ্রেক্ষিতে কেন্দ্র বনাম রাজ্যের দ্বৈরথ প্রকাশ্যে এসেছে। আর এই পরিস্থিতিতে এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতাজীকে সবথেকে বেশি সম্মান দিয়েছেন বর্তমান কেন্দ্রীয় সরকার বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, আজ সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। আর সেখানেই এই ব্যাপারে মন্তব্য করেন তিনি। এদিন এই প্রসঙ্গে মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, “নেতাজি কারও একার সম্পত্তি নয়। নেতাজীকে নিয়ে সরকারের সিদ্ধান্ত একতরফা নয়। আমরা প্রত্যেকেই নেতাজিকে সম্মান করি। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই নেতাজির জন্মদিন আসে, তখনই ওনাকে নিয়ে রাজনীতি করা শুরু করে দেন। উনি এতদিন নেতাজীকে নিয়ে কি করেছেন? সবথেকে বেশি রাজনীতি করেছেন। আর নেতাজির সম্মান বৃদ্ধির কাজ করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষ এই মন্তব্য করে নেতাজীর প্রতি কেন্দ্রের শ্রদ্ধার্ঘ্যের বিষয়টি তুলে ধরতে চাইলেন। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে নেতাজীকে নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে, তাকেও উড়িয়ে দিলেন এই বিজেপি নেতা বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!