এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > নেতাজি সম্পর্কে বিতর্কিত তথ্য দিয়ে প্রবল কটাক্ষের মুখে বিজেপি ও কংগ্রেস

নেতাজি সম্পর্কে বিতর্কিত তথ্য দিয়ে প্রবল কটাক্ষের মুখে বিজেপি ও কংগ্রেস


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতবাসীর হৃদয়ে রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। দেশকে স্বাধীন করতে তিনি নিজের সর্বস্ব পন করেছিলেন। তবে, ১৯৪৫ সালের পর থেকে দেশ মাতার এই বীর সন্তান হারিয়ে গেছেন অজানার অন্ধকারে। ১৯৪৫ সালের ১৮ ই আগস্ট অর্থাৎ আজকের দিনে তাইওয়ানের তাইপেইতে একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল বলে, দাবি করা হয়ে থাকে। অনেকে দাবি করে থাকেন, এই বিমান দুর্ঘটনায় মৃত্যু ঘটেছিল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর। কিন্তু অনেকেই এই বিমান দুর্ঘটনার সত্যতা স্বীকার করেননি। এই বিমান দুর্ঘটনা আদৌ ঘটেছিল কিনা? সে সম্পর্কেও যথেষ্ট বিতর্ক রয়েছে। এই পরিস্থিতিতে আজকের দিনটিকে নেতাজির মৃত্যু দিন বলে উল্লেখ করে তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। এরপর তৃণমূলসহ একাধিক বিরোধী শিবিরের তীব্র কটাক্ষের মুখে পড়েছেন তিনি।

নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে একটি টুইট করেছেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। যেখানে তিনি জানিয়েছেন যে, নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন তিনি। নেতাজির সংগ্রাম, ত্যাগ ও দেশের প্রতি নিষ্ঠা দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা দেয়। জয় হিন্দ। এরপর কংগ্রেসের পক্ষ থেকেও টুইট করে শ্রদ্ধা জানানো হয়েছে নেতাজিকে। সেখানেও আজকের দিনটিকে নেতাজির মৃত্যু বার্ষিকী বলে উল্লেখ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে একাধিক বিরোধী শিবির। এ প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের নেতা নরেন চট্টোপাধ্যায় জানালেন যে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামেই এদের আতঙ্ক। এই মিথ্যাচার বন্ধ করা হোক। দেশের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। তাঁরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। অন্যদিকে, নেতাজি বিশেষজ্ঞ অনুজ ধর জানান যে, খুব অবাক হচ্ছেন তিনি এই ঘটনায়। কংগ্রেসকে বাদই দিচ্ছেন। কিন্তু বিজেপি নেতাদের আচরণে তিনি বিস্মিত। অটল বিহারি বাজপেয়ির সরকার প্রথম মুখার্জি কমিশনের সামনে জানিয়েছিল যে, বিমান বিস্ফোরণ হয় নি। তারা নিজেদের লাইন অতিক্রম করেছেন। তিনি কটাক্ষ করেছেন, বিজেপি এখন কংগ্রেসের লাইনে চলছে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় হয়ে বলছেন যে, বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি।

অন্যদিকে, এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ জানালেন যে, এর কঠোর বিরোধিতা করছেন তিনি। এই দিনে নেতাজির মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি। কংগ্রেস ও বিজেপি নেতাজির শেষ অবস্থা খোঁজার চেষ্টা করেনি। ভারত ও বাংলার আবেগ নিয়ে খেলা না করার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, প্রথমে তাঁর মৃত্যু নিশ্চিত করা হোক। ক্লাসিফাইড ফাইল প্রকাশে আনা হোক। এভাবেই নেতাজির মৃত্যু দিন উল্লেখ করার কারণে প্রবল কটাক্ষের মুখে পড়তে হলো কংগ্রেস-বিজেপিকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!