এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস >  “নেতাজিকে মারার চেষ্টা করেছে….” নেহেরু পরিবারকে নিয়ে বোমা ফাটালেন মমতার মন্ত্রী!

 “নেতাজিকে মারার চেষ্টা করেছে….” নেহেরু পরিবারকে নিয়ে বোমা ফাটালেন মমতার মন্ত্রী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী মহাসমারোহে পালন হলেও তিনি কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন, তা কেউ জানে না। ইতিহাসের গভীরে সেই সমস্ত লুকিয়ে রাখা রয়েছে। আর এই পরিস্থিতিতে নেতাজির জন্মজয়ন্তীর দিনে এই রাহুল গান্ধীর একটি বক্তব্যকে কেন্দ্র করে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। আর সেই বিষয়েই মন্তব্য করতে গিয়ে নেহেরু পরিবারকে নিয়ে রীতিমত বোমা ফাটালেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।

প্রসঙ্গত, এদিন রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে উদয়নবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “সব কথা তো সবার জানা থাকে না। তবে নেতাজীকে মারার চেষ্টা করেছে নেহেরু পরিবার। বারবার করে ওরাই বলার চেষ্টা করেছে যে, নেতাজি মারা গেছে। সুতরাং ওদের উত্তরাধিকারীর কাছ থেকে এরকম কথা শোনা যাবে, সেটাই স্বাভাবিক।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!